নির্বাচন নিয়ে রাজনৈতিক সমঝোতার পথ আছে কি না জানতে চেয়েছেন দুই মার্কিন কংগ্রেসম্যান

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
| আপডেট : ১৩ আগস্ট ২০২৩, ১৭:৪৫ | প্রকাশিত : ১৩ আগস্ট ২০২৩, ১৭:২০

বাংলাদেশে আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের কাছে সরকারের পরিকল্পনা জানতে চেয়েছেন সফররত মার্কিন কংগ্রেসের দুই সদস্য। নির্বাচনের বিষয়ে প্রধান দুই রাজনৈতিক দলের সমঝোতার পথ আছে কি না সেটাও জানতে চেয়েছেন তারা। এছাড়া যুক্তরাষ্ট্র মনে করে বাংলাদেশ চীনের খপ্পড়ে পড়েছে।

মার্কিন কংগ্রেসের দুই সদস্য এড কেইস ও রিচার্ড ম্যাকরমিকের সঙ্গে মধ্যাহ্নভোজসভার পর পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের এসব তথ্য জানান। এর আগে দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন দুই কংগ্রেসম্যান। প্রথমবারের মতো তারা বাংলাদেশ সফর করছেন।

মার্কিন দুই কংগ্রেসম্যানের সঙ্গে বৈঠকের বিষয়ে মোমেন বলেন, ‘খুব ভালো আলোচনা হয়েছে।’

‘নির্বাচনি সরকার ইস্যুতে প্রধান দুই রাজনৈতিক দলের সমঝোতার কোনো পথ আছে কি না তারা জানতে চেয়েছেন। আমরা বলেছি, ফ্রি ফেয়ার নির্বাচন করতে প্রধানমন্ত্রী অঙ্গীকারবদ্ধ। সব দলের মধ্যে ঐকমত্য হলে সহিংসতামুক্ত নির্বাচন হবে, এর জন্য সবার আন্তরিকতা লাগবে।’

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ চীনের খপ্পড়ে পড়েছে কি না মার্কিন কংগ্রেসের দুই সদস্য তাও জানতে চেয়েছেন।’

এর আগে শনিবার সকালে ও দুপুরে আলাদাভাবে ঢাকায় আসেন যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ের ডেমোক্র্যাট কংগ্রেসম্যান অ্যাডওয়ার্ড কেইস ও রিচার্ড ম্যাকরমিক। রবিবার সকালে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর স্মৃতি জাদুঘর পরিদর্শন করেন দুই কংগ্রেসম্যান।

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক ছাড়াও আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির নেতাদের সঙ্গে বৈঠক করেন দুই কংগ্রেসম্যান। সোমবার তারা কক্সবাজারে রোহিঙ্গা শিবির পরিদর্শন করবেন। আগামী ১৫ আগস্ট সকালে তাদের ঢাকা ত্যাগ করার কথা রয়েছে।

(ঢাকাটাইমস/১৩আগস্ট/ডিএম)

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

জাতীয় এর সর্বশেষ

বৃহস্পতিবার ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকায় যাবেন প্রধানমন্ত্রী 

রাজধানীতে ট্রাফিক এডুকেশন সেন্ট্রার চালু করছে ডিএমপি

রেমালের তাণ্ডব: তিন উপজেলায় নির্বাচন স্থগিত

রাষ্ট্রপতির কাছে তিন দেশের রাষ্ট্রদূতের পরিচয়পত্র পেশ

জাপানে বাংলাদেশের অর্থায়নে নির্মিত শান্তি স্মৃতিস্তম্ভের উদ্বোধন

ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু ২ জুন, শতভাগ অনলাইনে

মৌসুমের আগেই নিয়ন্ত্রণের বাইরে রাজধানীর ডেঙ্গু পরিস্থিতি, উচ্চ ঝুঁকিতে ১৮ ওয়ার্ড

ঘূর্ণিঝড় রেমাল: উদ্ধার কাজের সময় বিদ্যুৎস্পৃষ্টে ফায়ার ফাইটারের মৃত্যু

উপজেলা নির্বাচন: সারাদেশে ৩০০ প্লাটুন বিজিবি মোতায়েন

ঢাকার বাতাসের নজিরবিহীন উন্নতি 

এই বিভাগের সব খবর

শিরোনাম :