অনুশীলন চলাকালে মিরপুর স্টেডিয়ামের ফ্লাডলাইটে আগুন

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
| আপডেট : ১৪ আগস্ট ২০২৩, ১৯:০৭ | প্রকাশিত : ১৪ আগস্ট ২০২৩, ১৮:৪৫

আসন্ন এশিয়া কাপকে সামনে রেখে মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে নিজেদের প্রস্তুত করে নিচ্ছেন টাইগার ক্রিকেটাররা। নিয়মিত কার্যক্রম হিসেবে আজও(সোমবার) অনুশীলন করছিল বাংলাদেশ দল। এমন সময় হুট করেই আগুন ধরে স্টেডিয়ামের ফ্লাডলাইটে।

অনাকাঙ্ক্ষিত এই ঘটনার কথা নিশ্চিত করে ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার জীবন মিয়া ঢাকাটাইমসকে জানান, ‘শর্ট সার্কিটের কারণে ফ্লাডলাইটে আগুন লেগেছে। কিছুক্ষণের মধ্যে তা নিভেও যায়।’

এদিকে গ্রাউন্ডস কমিটির ম্যানেজার আব্দুল বাতেন গণমাধ্যমে, ‘শর্ট সার্কিটের সমস্যা হওয়ায় আগুন লাগে। তবে কোনো কোনো প্রকারের দুর্ঘটনা ঘটেনি। বাকি লাইটগুলো চলায় ক্রিকেটারদের অনুশীলনে সমস্যা হচ্ছে না। বৃষ্টির কারণে এখনই ফ্লাডলাইট ঠিক করা সম্ভব হচ্ছে না।’

আগুনের ঘটনার পর দুর্ঘটনা এড়াতে দ্রুতই ফ্লাডলাইটটি বন্ধ করে দেওয়া হয়। আলোর স্বল্পতার কারণে সেই সময় মাঠ ছেড়ে চলে যান ক্রিকেটাররা।

(ঢাকাটাইমস/১৪আগস্ট/এমএম)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :