অকালে চলে গেলেন গীতিকার কিংশুক চট্টোপাধ্যায়

বিনোদন ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ৩১ আগস্ট ২০২৩, ১৬:০২

ওপার বাংলার জনপ্রিয় গীতিকার ও কবি কিংশুক চট্টোপাধ্যায় মারা গেছেন। বুধবার সকালে ভারতের পশ্চিমবঙ্গের সোনারপুরের একটি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল মাত্র ৪৫ বছর।

ভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, দীর্ঘদিন ধরে যকৃতের সমস্যার ভুগছিলেন কিংশুক চট্টোপাধ্যায়। এক মাস ধরে ভর্তি ছিলেন হাসপাতালে। মাঝে সুস্থ হয়ে বাড়ি ফেরেন। কিন্তু সোমবার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় ফের তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এবার আর ফিরলেন না।

‘ও চাঁদ’ খ্যাত এই গীতিকারের অকাল মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পশ্চিমবঙ্গের সংগীতমহলে। কিংশুকের একটি ছবি ফেসবুকে পোস্ট করে সংগীতশিল্পী সৌম্য লিখেছেন, ‘আজ কবিতারা চুপ। আজ সকাল ছিল না, রাত্রি নেমে এল... কথা কবিতার কালো দিন... ওপারে ভালো থাকিস কিংশুক।’

হৈমন্তী শুক্লা, শিলাজিৎ, নচিকেতা, রূপঙ্কর বাগচী, সিধুসহ একাধিক শিল্পীর জন্য গান লিখেছেন কিংশুক। সে সব গান জনপ্রিয়তাও পেয়েছে। সম্প্রতি মুক্তি পাওয়া হরনাথ চক্রবর্তী পরিচালিত ‘ওহ লাভলি’ সিনেমায়ও গান লিখেছেন তিনি।

কিংশুকের মৃত্যুর খবর জানিয়ে সংগীতশিল্পী রূপঙ্কর সংবাদমাধ্যমকে বলেন, ‘কিংশুক বয়সে আমার অনেক ছোট। যখন আধুনিক বাংলা গানের স্বর্ণযুগ ছিল, সেই ১৯৯৫ সাল থেকে শুরু করে ২০০৫ পর্যন্ত কিংশুকের সঙ্গে অজস্র কাজ করেছি। গান তৈরির সময় অনেক আড্ডা মেরেছি। ওর লেখা ‘ও চাঁদ তোর বান্ধবীদের সঙ্গে যাব’, ‘বউদিমণির কাগজওয়ালা’ আর ‘ও বাউল’ গানগুলো আমার অন্যতম জনপ্রিয় গান।’

রূপঙ্কর আরও বলেন, ‘কিংশুকের লেখায় আলাদা একটা রসবোধ ছিল। খুব কঠিন বিষয়কে সহজ করে লিখত। ভালো গীতিকার ও কবি তো ছিলই। মানুষও ভালো ছিল। ওর স্ত্রী ও সন্তানের কথা ভেবে খারাপ লাগছে। ওদের কঠিন সময়ের মধ্য দিয়ে যেতে হবে। সত্যিই ভালো এক শিল্পীকে হারালাম।’

(ঢাকাটাইমস/৩১আগস্ট/এলএম/এজে)

সংবাদটি শেয়ার করুন

বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :