বিশ্বকাপে আফগানিস্তানের বিপক্ষে অনিশ্চিত সাকিব

বিশ্বকাপ শুরু হওয়ার আর মাত্র পাঁচদিন বাকি। এর মাঝেই দুঃসংবাদ পেল টাইগার শিবির। চোট পেয়েছেন বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসান। তাতেই দেখা দিয়েছে বড় সমস্যা। আসন্ন বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে একাদশে নাও থাকতে পারেন সাকিব।
গোহাটিতে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম প্রস্তুতি ম্যাচের শুরুতে নিজেদের ঝাঁলিয়ে নিতে অনুশীলনে নেমেছিলো পুরো দল। সেখানে ছিলেন সাকিবও। এক পর্যায়ে ফুটবল খেলে দলের সদস্যরা। আর ফুটবল খেলতে গিয়েই চোট পেয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।
চোট পেয়েছেন বলেই শ্রীলঙ্কার বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলছেন না টাইগার দলনেতা। তার সঙ্গে বিশ্রামে রয়েছেন বাঁ-হাতি পেসার শরিফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান ও অনফর্মে থাকা নাজমুল হোসেন শান্তও। তবে প্রস্তুতি ম্যাচে বিশ্রামে থাকলেও দলের প্রয়োজনে যেকোনো সময় ব্যাটিং-বোলিং করতে পারবেন ক্রিকেটাররা।
(ঢাকাটাইমস/২৯সেপ্টেম্বর/এমএম)
সংবাদটি শেয়ার করুন
খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত
খেলাধুলা এর সর্বশেষ

শুরুতেই চার উইকেট হারিয়ে বিপাকে বাংলাদেশ

মিরপুরে নিউজিল্যান্ডের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

মিরপুর স্টেডিয়ামের গ্যালারির চেয়ারের বেহাল দশা

হাথুরুসিংহে যদি এমন করে থাকেন, তাহলে বড় অন্যায় করেছেন: পাইলট

মিরপুর টেস্টের একাদশ নিয়ে বেশি তথ্য দিতে চান না হাথুরুসিংহে

মিরপুরের উইকেট নিয়ে দ্বিধায় রয়েছেন কোচ চন্ডিকা হাথুরুসিংহেও

দ্বিতীয় টেস্টে নিউজিল্যান্ডকে হারালেই বড় বোনাস পাবেন টাইগাররা

রাতে শান্ত-তাইজুলদের সঙ্গে ডিনার পার্টি করবেন পাপন

কিউই বধে অনুশীলনে ঘাম ঝরালো টাইগাররা
