এসএ পরিবহন ভবনে আগুন ‘আতশবাজি থেকে’

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
| আপডেট : ০৯ অক্টোবর ২০২৩, ১৩:৩৬ | প্রকাশিত : ০৯ অক্টোবর ২০২৩, ১৩:১৯

রাজধানীর কাকরাইলে কুরিয়ার সার্ভিসের প্রতিষ্ঠান এসএ পরিবহনের গুদামে আতশবাজি থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে দাবি করেছেন প্রতিষ্ঠানের কর্মীরা।

তারা বলছেন, রবিবার সকালে এ জাতীয় মালামাল একটি গাড়ি থেকে নামানো হয়। এর কয়েক ঘণ্টার মধ্যে এ ঘটনা ঘটে।

প্রতিষ্ঠানের কাকরাইলের পার্সেল ডেলিভারি শাখার এক কর্মচারী ঢাকা টাইমসকে বলেন, ‘ঘটনার সময় গাড়ি থেমে মালামাল নামাচ্ছিলাম। হঠাৎ করে বিকট শব্দ আসে নিচতলা থেকে। এরপর দেখি আগুনের ধোঁয়া বের হচ্ছে।’

মূলত ঝুঁকিপূর্ণ ধরনের মালামাল নিচ তলায় রাখা হয় বলে জানান তিনি।

সরজমিনে বেলা সাড়ে ১১টার দিকে দেখা যায়, আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে। তবে এই প্রতিবেদন লেখা পর্যন্ত ভবনের ভেতর থেকে থেমে থেমে আতশবাজি ফোটার শব্দ শোনা যায় এবং পুনরায় থেমে থেমে আগুন ও ধোঁয়া বের হতে দেখা যায়।

ঘটনাস্থল ঘুরে বেশকিছু আতশবাজি ও কীটনাশক জাতীয় মালামাল পড়ে থাকতে দেখা যায়।

ফায়ার সার্ভিস বলছে, রবিবার সকাল ১০টা ১০ মিনিটে এসএ পরিবহন ভবনে অগ্নিকাণ্ডের খবর পান তারা। এর পাঁচ মিনিটের মাথায় সেখানে চারটি ইউনিট পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরবর্তীতে দুই ধাপে আরও ৮টি ইউনিট নিয়ন্ত্রণ কাজে যোগ দেয়।

প্রাথমিকভাবে আগুন লাগার সুনির্দিষ্ট কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস।

(ঢাকাটাইমস/৯অক্টোবর/এলএম/এফএ)

সংবাদটি শেয়ার করুন

রাজধানী বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজধানী এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :