পরপর দুই ম্যাচ হারা পাকিস্তানের সামনে আজ আফগান চ্যালেঞ্জ

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৩ অক্টোবর ২০২৩, ১৩:০০| আপডেট : ২৩ অক্টোবর ২০২৩, ১৪:১৬
অ- অ+

চলতি বিশ্বকাপে পরপর দুই ম্যাচে হারা পাকিস্তানের সামনে আজ আফগান চ্যালেঞ্জ। নিজেদের পঞ্চম ম্যাচে আজ আফগানিস্তানের মুখোমুখি হবে পাকিস্তান।

টানা দুই ম্যাচ হারের লজ্জা থেকে বের হতে আফগানদের বিপক্ষে জয় ছাড়া অন্য কিছু ভাবছে না বাবর আজমরা। অন্যদিকে নিজেদের সর্বশেষ ম্যাচে নিউজিল্যান্ডের কাছে হারের দুঃস্মৃতি মুছে জয়ের ধারায় ফিরতে মরিয়া রশিদ-নবিরা।

এবারের বিশ্বকাপে পরপর দুই ম্যাচে জিতে উড়তে থাকে পাকিস্তান। কিন্তু এরপরেই ঘটে ছন্দপতন। পরপর দুই ম্যাচ জেতার পর দুই ম্যাচ হেরে মুদ্রার এপিঠ-ওপিঠ দুই পিঠই দেখতে হয় বাবর আজমদের। চার ম্যাচে দুই জয়ে চার পয়েন্ট নিয়ে টেবিলের ৫-এ আছে পাকিস্তান। সেমির রেসে টিকে থাকতে চাইলে আফগানদের বিপক্ষে জয় প্রয়োজন।

এদিকে ২ পয়েন্ট নিয়ে টেবিলের তলানীতে আফগানিস্তান। টানা দুই ম্যাচ হারলেও আত্মবিশ্বাসে চিড় ধরেনি আফগানিস্তানের। পরের ম্যাচেই ক্রিকেট বিশ্বকে চমকে দেয় রশিদ-নবিরা। বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে নিজেদের তৃতীয় ম্যাচে ৬৯ রানে হারায় তারা। কিন্তু জয়ের ধারাটা অব্যাহত রাখতে পারেনি আফগানিস্তান। চতুর্থ ম্যাচে নিউজিল্যান্ডের কাছে ১৪৯ রানের বিশাল ব্যবধানে হার মানে আফগানরা।

তাই আজকের এ ম্যাচে হারলেই বিশ্বকাপ প্রায় শেষ হয়ে যাবে তাদের। দলগত চেষ্টা পাকিস্তানকে হারাতে আটঘাট বেঁধে নামতে প্রস্তুত রশিদ-নবিরা। আর মাত্র চার উইকেট পেলে চতুর্থ আফগান বোলার হিসেবে ১০০ ওয়ানডে উইকেটের মালিক হবেন মুজিবুর রহমান।

ওয়ানডে ক্রিকেটে এখন পর্যন্ত সাতবার মুখোমুখি হয়েছে পাকিস্তান ও আফগানিস্তান। এর মধ্যে সবগুলোতেই জয় পেয়েছে পাকিস্তান। গত আগস্টে ওয়ানডেতে সর্বশেষ দেখা হয়েছিল দু’দলের। শ্রীলঙ্কার মাটিতে তিন ম্যাচ ওয়ানডে সিরিজে আফগানদের হোয়াইটওয়াশ করেছিল পাকিস্তান।

(ঢাকাটাইমস/২৩অক্টোবর/এনবিডব্লিউ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বিমান বিধ্বস্তের ঘটনায় মোদিকে প্রধান উপদেষ্টার শোকবার্তা
মে মাসে ৫৯৭ সড়ক দুর্ঘটনায় ৬১৪ জন নিহত: যাত্রী কল্যাণ সমিতি
সিরাজগঞ্জে স্ত্রীকে গলাকেটে হত্যার পর স্বামীর আত্মহত্যার চেষ্টা 
বিমানটি আছড়ে পড়ে মেডিকেল কলেজের হোস্টেলে, ৫ শিক্ষার্থী নিহত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা