ত্রিশালের বোখা বিলে গ্রামবাংলার বাওয়া উৎসব

ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০২ নভেম্বর ২০২৩, ১৭:০৬

ময়মনসিংহের ত্রিশালে হারিয়ে যাচ্ছে গ্রামবাংলার ঐতিহ্য পলো দিয়ে মাছ শিকার (পলো বাওয়া) উৎসব। কালের পরিক্রমায় শুকিয়ে যাচ্ছে খাল-বিল আর নদী-নালা। আগের মতো আষাঢ়-শ্রাবণ এলেও নৌকায় পাল তোলা মাঝিদের গান শোনা যায় না।

তবে এখনও বাঙালি গ্রামীণ সংস্কৃতি আর ঐতিহ্যকে লালন করার চেষ্টা করছে গ্রামবাংলার মানুষ। এরই ধারাবাহিকতায় আনন্দ উৎসবের মধ্য দিয়ে বৃহস্পতিবার ভোরে ত্রিশাল উপজেলার ২নং বৈলর ইউনিয়নের বোখা বিলে পলো দিয়ে মাছ শিকার (পলো বাওয়া) উৎসব অনুষ্ঠিত হয়েছে।

এ উৎসবে জেলার বিভিন্ন উপজেলা থেকে নানা বয়সের কয়েকশ মানুষ পলো নিয়ে মাছ শিকারে অংশ নেয়। বেলা ১১টা পর্যন্ত বিভিন্ন গ্রাম থেকে আসা ছেলে-বুড়োরা পলো বাওয়ায় মেতেছিল।

কার্তিক মৌসুমে বোখা বিলের পানি শুকিয়ে যায়। এসব শুকনো জলাশয়ে প্রতিবছরের কার্তিক মাসে মৎস্য শিকারিদের পলো বাওয়া উৎসব হয়।

উৎসবের দিন নিজ নিজ পলো, হাতাজাল, উড়ালজালসহ নানা ধরনের মাছ ধরার সরঞ্জাম নিয়ে মাছ শিকরিরা মিলিত হয় এই বোখা বিলে বিলে। শোল, রুই কাতলা, বোয়াল, মাগুরসহ নানা প্রজাতির মাছ ধরা পড়ে পলো বাওয়া উৎসবে।

এ উৎসব দেখতে আশপাশের গ্রামের শত শত নারী-পুরুষ ভিড় জমায় বোখা বিলে।

(ঢাকাটাইমস/০২ নভেম্বর/ইএইচ)

সংবাদটি শেয়ার করুন

সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

সারাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :