কেন্দুয়ায় বিষ প্রয়োগে ১ হাজার ৫০০ হাঁস মেরে ফেলার অভিযোগ

কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৩ নভেম্বর ২০২৩, ২১:৩৬

নেত্রকোনার কেন্দুয়ায় বলাইশিমুল ইউনিয়নের কামারগাঁও গ্রামের ফরিদ মিয়ার ১৫০০ হাঁস বিষ প্রয়োগে নিধন করার অভিযোগ উঠেছে। এতে খামারির প্রায় ৪ লাখ টাকা ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

এ নিয়ে ভুক্তভোগী ফরিদ মিয়া প্রতিপক্ষের ৯ জনের নাম উল্লেখ করে কেন্দুয়া থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।

শুক্রবার সকালে ভুক্তোভোগী ফরিদ মিয়া বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, আমার খামারে থাকা আড়াইমাস বয়সী ২৫০০ হাঁস গ্রামের সামনে নোয়াটিয়া বিলে পতিত জমিতে প্রতিদিন খাবার খাওয়াতে ছেড়ে দিয়ে আসি। সকালে হাঁসগুলো প্রতিদিনের ন্যায় বিলে খাবার খাওয়ার জন্য ছেড়ে আসলে বিকালে হাঁসগুলো বাড়িতে আনতে গিয়ে দেখতে পাই অন্তত ১৫০০ হাঁস বিলের জমিতে মরে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে।

এ ব্যাপারে কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামুল হক বলেন, এ বিষয়ে অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

(ঢাকাটাইমস/০৩ নভেম্বর/ইএইচ)

সংবাদটি শেয়ার করুন

সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

সারাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :