টেকনাফে বিপুল পরিমাণ আইস ও ইয়াবা উদ্ধার

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ০২ ডিসেম্বর ২০২৩, ১৪:২৬ | প্রকাশিত : ০২ ডিসেম্বর ২০২৩, ১৪:০৭

কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে এক কেজি ৫৯ গ্রাম ক্রিস্টাল মেথ ( আইস) ও দুই লক্ষ ৬০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শুক্রবার রাতে টেকনাফের সাবরাং সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে এসব মাদক উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মো. মহিউদ্দীন আহমেদ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, টেকনাফ ২ বিজিবির ব্যাটালিয়নের সাবরাং বিওপি’র আচারবুনিয়া নামক এলাকা দিয়ে মিয়ানমার থেকে মাদকের একটি চালান বাংলাদেশে আসতে পারে এমন সংবাদের ভিত্তিতে বিজিবির টহলদল ওই এলাকায় অবস্থান নেয়। কিছুক্ষণ পর চার ব্যক্তি নাফনদী পার হয়ে কয়েকটি প্লাস্টিকের ব্যাগ কাঁধে নিয়ে সীমান্তের শূণ্য রেখা থেকে বাংলাদেশের অভ্যন্তরে বেড়িবাঁধের দিকে আসতে থাকে। গতিবিধি সন্দেহজনক হওয়ায় টহলদল তাদেরকে চ্যালেঞ্জ করলে তারা দৌঁড়ে পালিয়ে যাওয়ার সময় তাদের কাঁধে থাকা ব্যাগগুলো মাটিতে পড়ে যায়। পরবর্তীতে টহলদল চোরাকারবারিদের ফেলে যাওয়া ব্যাগগুলো থেকে দুই লক্ষ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।

একইদিন গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়ন জালিয়াপাড়া নামক এলাকায় পৃথক আরও একটি অভিযান চালিয়ে এক কেজি ৫৯ গ্রাম ক্রিস্টাল মেথ (আইস) এবং ৬০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। এ ঘটনায়ও বিজিবি কোনো চোরাকারবারিকে গ্রেপ্তার করতে পারেনি।

তবে চোরাকারবারিদের সনাক্ত করতে ব্যাটালিয়নের গোয়েন্দা কার্যক্রম চলমান রয়েছে বলে জানান বিজিবির ওই কর্মকর্তা।

(ঢাকাটাইমস/২ডিসেম্বর/পিএস)

সংবাদটি শেয়ার করুন

সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

সারাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :