কেরানীগঞ্জে চাঞ্চল্যকর সাগর হত্যায় জড়িত পাঁচজন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ১৪ ডিসেম্বর ২০২৩, ১৭:২৬

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে চাঞ্চল্যকর সাগর মোড়ল হত্যাকাণ্ডের ঘটনায় সরাসরি জড়িত পাঁচজনকে ৪৮ ঘন্টার মধ্যে গ্রেপ্তার করেছে র‌্যাব-১০।

১১ ডিসেম্বর রাত ৮টার দিকে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের শুভাঢ্যা পূর্বপাড়া এলাকায় সাগর মোড়ল (২৭) নামে সিসি টিভি ক্যামেরা ও থাই অ্যান্ড অ্যালুমিনিয়াম টেকনিশিয়ানকে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে নৃশংসহভাবে হত্যা করে।

এ ঘটনায় নিহতের চাচা বাদী হয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

তারই ধারাবাহিকতায় গতকাল ভোর পৌনে ৫টায় র‌্যাব-১০ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ও তথ্য-প্রযুক্তির সহায়তায় দক্ষিণ কেরানীগঞ্জ এলাকায় অভিযান পরিচালনা করে।

অভিযানে সাগর হত্যাকাণ্ডে সরাসরি জড়িত শেখ মো. রুবেলকে (৩১) গ্রেপ্তার করে। পরে রুবেলের স্বীকারোক্তি ও দেয়া তথ্যমতে র‌্যাব-১০ একাধিক স্থানে অভিযান চালিয়ে মো. রাহাত (২১), মো. রাসেল, কালা রাসেল (২৭), মো. নাহিদ (২৪) ও মো. বাবুল ইসলামকে (২৩) গ্রেপ্তার করে।

র‍্যাব-১০ এর সহকারী পরিচালক (অপস্) আমিনুল ইসলাম ঢাকা টাইমসকে জানান, গ্রেপ্তারকৃত আসামীরা রাজধানীর দক্ষিণ কেরানীগঞ্জ এলাকায় বসবাস করতো। তারা এলাকায় মাদকের কারবার, মাদক সেবন, চুরি ও ছিনতাইসহ বিভিন্ন অপকর্ম করে আসছিল। এলাকার বিভিন্ন স্থানে সিসি টিভি ক্যামেরা স্থাপন করায় তাদের মাদক কারবারসহ বিভিন্ন অপকর্মে ব্যঘাত হতো।

এ কারণে আসামীরা ভিকটিম সাগরকে ওই এলাকায় সিসি টিভি ক্যামেরার কাজ করতে নিষেধ করে। এ নিয়ে সাগরের সঙ্গে আসামীদের বাকবিতন্ডা হয়। ঘটনার জেরে আসামীরা সাগরের প্রতি ক্ষিপ্ত হয়ে তাকে উচিত শিক্ষা দেওয়ার পরিকল্পনা করে।

আমিনুল ইসলাম আরো জানান, ১১ ডিসেম্বর রাত ৮টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন শুভাঢ্যা পূর্বপাড়া এলাকার থাই অ্যালুমিনিয়ামের দোকানে কাজ করাকালিন আসামীরা ভিকটিম সাগরকে কথা আছে বলে দোকান থেকে বের করে ঘটনাস্থলে নিয়ে যায়।

বিষয়টি সাগরের সহকর্মী শান্তর সন্দেহ হলে সে তাদেরকে অনুসরণ করতে থাকে। অতঃপর আসামীরা সাগরকে নিয়ে ঘটনাস্থলে পৌছানোমাত্র অন্য আসামীরা মিলে পূর্বপরিকল্পনা অনুযায়ী সাগরকে প্রথমে কাঠের রোলার দিয়ে আঘাত করে। একপর্যায়ে তাদের কাছে থাকা ধারালো ছুরি দিয়ে ভিকটিম সাগরের বাম পায়ের হাঁটুতে এবং বুকের বাম পাশসহ শরীরের বিভিন্নস্থানে ছুরিকাঘাত করে গুরুতর জখম করে।

এসময় সাগরের সহকর্মী শান্ত চিৎকার করে বাঁচানোর চেষ্টা করলে আসামীরা শান্তকে মারধর করে সাগরকে ঘটনাস্থলে ফেলে রেখে পালিয়ে যায়।

(ঢাকাটাইমস/ ১৪ডিসেম্বর/এইচএম/বিবি)

সংবাদটি শেয়ার করুন

রাজধানী বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজধানী এর সর্বশেষ

নিকুঞ্জে আবাসিক ভবনে বিস্ফোরণ, দেয়ালে ফাটল

হাইকোর্টের নির্দেশ অমান্য করে মুগদায় সড়কে উচ্ছেদ অভিযানের অভিযোগ

ছিনতাই: ধরা পড়লেই ব্লেড দিয়ে নিজের বুক-পেট কাটতেন হৃদয়

দক্ষিণখানে মাদক ব্যবসায়ীর ছুরিকাঘাতে যুবক খুন

অবসরে যাওয়া সদস্যদের জন্য ‘পেনশন অ্যান্ড রিটায়ার্ড সার্ভিস’ চালু হবে: ডিএমপি কমিশনার

ময়লার গাড়ির ধাক্কায় স্কুলছাত্র নিহত: ডিএসসিসির গাড়িচালকসহ ৩ জন চাকরিচ্যুত

ফায়ার সার্ভিসের অভিযান শেষ, মহাখালী লেকে নেই শিশু রিয়া

রাজধানীতে তাপপ্রবাহ: পানি পানি বলেই মাথা ঘুরে পড়ে গেলেন নারী

রাজধানীর বিভিন্ন এলাকায় তীব্র পানির সংকট, চরম দুর্ভোগে মানুষ

গুলিস্তানে ‘হিট স্ট্রোকে’ কমিউনিটি পুলিশ সদস্যের মৃত্যু

এই বিভাগের সব খবর

শিরোনাম :