মহিবুল ইজদানী খান ডাবলু পুনরায় সুইডেনের বিচারক নির্বাচিত

ইউরোপ ব্যুরো, ঢাকা টাইমস
| আপডেট : ২৬ ডিসেম্বর ২০২৩, ২০:৪১ | প্রকাশিত : ২৬ ডিসেম্বর ২০২৩, ২০:২৬

বাংলাদেশি বংশোদ্ভূত সুইডিশ নাগরিক মহিবুল ইজদানী খান ডাবলু স্টকহল্ম আপিল কোর্টে পুনরায় বিচারক নির্বাচিত হয়েছেন। ২০২৪ থেকে ২০২৭ সাল পর্যন্ত তিনি দায়িত্ব পালন করবেন।

সুইডিশ লেফট পার্টি থেকে মনোনীত হয়ে ২০০৮ থেকে সিভিয়া (স্টকহল্ম) আপিল কোর্টে নির্বাচিত বিচারকের দায়িত্ব পালন করে আসছেন মহিবুল ইজদানী খান ডাবলু। তিনি বর্তমানে স্টকহল্ম আপিল কোর্ট নির্বাচিত বিচারক সমিতির নির্বাচিত ভাইস প্রেসিডেন্টও।

৩০ বছর ধরে সুইডেনের মূলধারার রাজনীতিতে সক্রিয় ডাবলু। তিনি ২০১০ ও ২০২২ এ লেফট পার্টির প্রার্থী হয়ে সুইডিশ পার্লামেন্টে নির্বাচন করেন। এছাড়া স্টকহল্ম জেলা কাউন্সিলে নির্বাচিত কাউন্সিলার হিসেবে আট বছর দায়িত্ব পালন করেন। সুইডিশ লেফট পার্টি সেন্ট্রাল কমিটির মনোনয়ন বোর্ডে একটানা ছয় বছর ও লেফট পার্টি স্টকহল্ম হেসেল্বি ভেলেংবি ব্রাঞ্চে একটানা ১০ বছর দায়িত্ব পালন করেন।

মহিবুল ইজদানী খান বর্তমানে সুইডিশ লেফট পার্টি স্টকহল্ম ডিসট্রিক্ট কমিটির নির্বাচিত মেম্বার। তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সিকিউরিটি অফিসার মরহুম আলী মেহদী খানের পুত্র।

ঢাকাটাইমস/২৬ডিসেম্বর/ইএস

সংবাদটি শেয়ার করুন

প্রবাসের খবর বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :