ঢাবির রাষ্ট্রবিজ্ঞান বিভাগে তরুণ গবেষক সম্মেলন

ঢাবি প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৭ ফেব্রুয়ারি ২০২৪, ২৩:২২
অ- অ+

ঢাকা বিশ্ববিদ্যালয় রাষ্ট্রবিজ্ঞান বিভাগের উদ্যোগে ‘বাংলাদেশ: পলিটিক্স, জিওপলিটিক্স ও এনভায়রনমেন্ট’ শীর্ষক দিনব্যাপী ‘তরুণ গবেষক সম্মেলন’ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিভাগের হল রুমে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চেয়ারপার্সন অধ্যাপক ড. তাসনিম আরেফা সিদ্দিকীর সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে অধ্যাপক ড. মুহাম্মদ সোহরাব হোসেন, অধ্যাপক ড. সাব্বীর আহমেদসহ বিভাগীয় শিক্ষক ও তরুণ গবেষকগণ উপস্থিত ছিলেন।

এসময় প্রধান অতিথির বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল বলেন, ‘তরুণ প্রজন্মকে গবেষণামনস্ক হতে হবে এবং গবেষণার মাধ্যমে নতুন জ্ঞান সৃষ্টি ও বিতরণ করতে হবে। গবেষণার ফল সাধারণ মানুষের কল্যাণে ব্যবহার করতে হবে।’

গবেষণাকে বিশ্ববিদ্যালয়ের প্রধান কাজ হিসেবে বর্ণনা করে তিনি বলেন, উন্নত সমাজ ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে গবেষণার কোনো বিকল্প নেই।’

মানসম্পন্ন গবেষণা কার্যক্রম পরিচালনা ও গবেষকদের প্রণোদনা দিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিগগিরই একটি স্বতন্ত্র গবেষণা ইনস্টিটিউট প্রতিষ্ঠার বিষয় বিবেচনাধীন রয়েছে উল্লেখ করে উপাচার্য বলেন, এলক্ষ্যে নীতিমালা প্রণয়নের কাজ চলছে।

(ঢাকাটাইমস/২৭ফেব্রুয়ারি/এসকে/এসআইএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মোহাম্মদপুরে ৩৮০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
সাংবাদিক সাইদুরের প্রাণনাশের হুমকির প্রতিবাদে সাতক্ষীরায় বিক্ষোভ 
শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই গণহত্যার তদন্ত রিপোর্ট দাখিল সোমবার
এবার বাংলাদেশের চার টিভি চ্যানেল ইউটিউবে বন্ধ করল ভারত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা