লক্ষ্মীপুরে এক বৈঠকে পুরো কোরআন শোনালো ১৫ শিশু হাফেজ

লক্ষ্মীপুর প্রতিনিধি, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ১২ মার্চ ২০২৪, ১৪:২৩

একজন শিশু ছাত্র বসে বসে কোরআন মুখস্থ পড়ছেন আর অন্য ছাত্ররা পড়া ধরছেন। এভাবে একজন একজন করে ১৫ শিশু হাফেজ এক বৈঠকে পুরো কোরআন শোনালো। ঘটনাটি ঘটেছে লক্ষ্মীপুর সদর উপজেলার মান্দারী বাজারে অবস্থিত দারুল ইসলাম ইন্টারন্যাশনাল হিফজ মাদরাসায়।

জানা যায়, দারুল ইসলাম ইন্টারন্যাশনাল হিফজ মাদরাসার ২৮ জন ছাত্র কুরআনে হাফেজ হয়েছেন। তাদের মধ্যে ১৫ জন পর্যায়ক্রমে পুরো কুরআন মুখস্থ শুনিয়েছে। যাতে একেক জনের প্রায় ১৬-১৭ ঘণ্টা সময় লেগেছে। দীর্ঘ এ সময়ে জরুরি প্রয়োজন ছাড়া কোনো বিরতি নেয়নি তারা। গত ১৫দিন থেকে এমন আয়োজন চলছিলো মাদরাসাটিতে। এদিকে এক বৈঠকে পুরো কোরআন মুখস্থ শুনিয়ে সিলেট ভ্রমণ পেয়েছে ওই ১৫ শিশু হাফেজ। সম্প্রতি মাদরাসার পক্ষ থেকে তাদের সিলেটের বিভিন্ন পর্যটন এলাকায় ভ্রমণ করানো হয়।

মাদরাসার শিশু হাফেজ মো. আরমান হোসেন বলেন, আমরা ১৫ জন ছাত্র পর্যায়ক্রমে পুরো কোরআন মুখস্থ শুনিয়েছি। যখন কেউ মুখস্থ কোরআন পড়তো তখন অন্যরা পড়া ধরতো। এভাবে সকাল থেকে রাত পর্যন্ত সময় লাগতো পুরো কোরআন পড়তে।

শিশু হাফেজ মো. ইউনুস বলেন, আমরা বেশ উৎসাহ দিয়ে কোরআন মুখস্থ পড়তাম। এতে আমাদের ওস্তাদরা খুশি হয়ে আমাদের সিলেট ভ্রমণে নিয়ে যান। আমরা অত্যন্ত খুশি।

দারুল ইসলাম ইন্টারন্যাশনাল হিফজ মাদরাসার প্রতিষ্ঠাতা মাওলানা আনোয়ার হোসেন বলেন, এ বছর আমাদের মাদরাসা থেকে ২৮ জন কোরআনে হাফেজ হয়েছে। তাদের মধ্যে ১৫ জন এ বৈঠকে পুরো কোরআন মুখস্থ শুনিয়েছে। তাই ঘোষণা অনুযায়ী মাদরাসার পক্ষ থেকে তাদের সম্পূর্ণ বিনা খরচে সিলেটের বিভিন্ন পর্যটন এলাকায় ঘুরতে নিয়ে যাওয়া হয়েছে। দারুল ইসলাম ইন্টারন্যাশনাল হিফজ মাদরাসা একটি ব্যতিক্রমধর্মী হিফজ প্রতিষ্ঠান। এখানে প্রতিজন শিক্ষার্থী হাফেজ হওয়ার পাশাপাশি জেনারেল সিলেবাসে অষ্টম শ্রেণি পর্যন্ত অধ্যয়ন শেষ করতে পারেন।

এছাড়াও হিফজের ক্ষেত্রে দারুল ইসলাম ইন্টারন্যশনাল হিফজ মাদরাসা জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন প্রতিযোগিতায় অসাধারণ কৃতিত্বের স্বাক্ষর রেখে আসছে। এই যাবৎ জিটিভি, নিউজ২৪, এশিয়ান টিভি সহ বিভিন্ন টিভি চ্যানেলে আয়োজিত প্রতিযোগিতাসমূহে পুরস্কার অর্জন করে খ্যাতি অর্জন করেছে।

(ঢাকা টাইমস/১২মার্চ/প্রতিনিধি/এসএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :