সিলেট টেস্ট: প্রথম দিন শেষে চালকের আসনে শ্রীলঙ্কা

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ২২ মার্চ ২০২৪, ১৭:৫৬

শেষ হলো বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার সিলেট টেস্টের প্রথম দিনের খেলা। ফলাফল, চালকের আসনে লঙ্কানরা। প্রথম ইনিংসে করা সফরকারী দলের ২৮০ রানের জবাবে মাত্র ৩২ রানে সাজঘরে ফিরেছে বাংলাদেশের তিন ব্যাটার। এতে করে যে লঙ্কানরা ভালো অবস্থানেই রয়েছেন, তা বলাই বাহুল্য।

শনিবার সকালে ব্যক্তিগত ৯ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলায় ব্যাটিংয়ে নামবেন টাইগার ওপেনার মাহমুদুল হাসান জয়। তাকে সঙ্গ দেবেন দলের স্পিনার তাইজুল ইসলাম। তার নামের পাশে কোনো রান যোগ হয়নি।

এর আগে নিজেদের প্রথম ইনিংসে টস হেরে ব্যাটিংয়ে নেমে খালেদ আহমেদের দুর্দান্ত বোলিংয়ে মাত্র ৫৭ রানেই ৫ উইকেট হারিয়ে দলকে খাদের কিনারে নিয়ে যায় শ্রীলঙ্কা। সেই নাজুক অবস্থা থেকে দারুণ এক জুটি গড়ে খেলায় ফেরেন কামিন্দু মেন্ডিস ও ধনাঞ্জয়া ডি সিলভা। দুজনেই ‍তুলে নেন ব্যক্তিগত শতক।

মজার বিষয় হলো, শ্রীলঙ্কার এই দুই ব্যাটারই আউট হন তাদের ব্যক্তিগত ১০২ রানে। এরপর আবার ধস নামে লঙ্কানদের ব্যাটিংয়ে। শেষ পর্যন্ত সব কয়টি উইকেট হারিয়ে ২৮০ রানে থামে তাদের ইনিংস।

এদিন বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ তিনটি করে উইকেট শিকার করেন খালেদ আহমেদ ও অভিষিক্ত নাহিদ রানা। একটি করে উইকেট নেন শরীফুল ইসলাম ও তাইজুল ইসলাম। লঙ্কানদের বাকি দুই ব্যাটার রান আউটের শিকার হন।

এই সিরিজে দুটি টেস্ট ম্যাচ খেলবে স্বাগতিক বাংলাদেশ ও সফরকারী শ্রীলঙ্কা। এর আগে প্রথমে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ এবং পরে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলেছে তারা। টি-টোয়েন্টি সিরিজ জেতেছে শ্রীলঙ্কা এবং ওয়ানডে সিরিজের ট্রফি উঠেছে টাইগারদের হাতে।

(ঢাকাটাইমস/২২মার্চ/এজে)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :