মোজাম্বিকে ফেরিডুবিতে নিহতের সংখ্যা ১০০ ছাড়াল 

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
| আপডেট : ০৯ এপ্রিল ২০২৪, ১৫:২৪ | প্রকাশিত : ০৯ এপ্রিল ২০২৪, ১৫:০৬

আফ্রিকার মোজাম্বিকের উত্তর উপকূলে ফেরিডুবির ঘটনায় ১০০ জনেরও বেশি মানুষ মারা গেছে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ফিলিপ ন্যুসি। এ ঘটনায় এখনো ২০ জন নিখোঁজ রয়েছেন। এর আগে ফেরিডুবির ঘটনায় নিহতের সংখ্যা ৯০ বলে জানিয়েছিল স্থানীয় কর্তৃপক্ষ।

গত রবিবার এই ফেরিটি নামপুলা প্রদেশের লুঙ্গা থেকে মোজাম্বিক দ্বীপে লোকেদের নিয়ে যাচ্ছিল। প্রাথমিক প্রতিবেদনে ইঙ্গিত দেওয়া হয়েছে, জোয়ারের ঢেউয়ে আঘাতপ্রাপ্ত হয়ে এটি ডুবে গেছে।

দেশটির মেরিটাইম ট্রান্সপোর্ট ইনস্টিটিউটের (ইন্ট্রাসমার) একজন কর্মকর্তা জানিয়েছেন, জাহাজে থাকা ১৩০ জনের মধ্যে পাঁচজনকে উদ্ধার করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

নামপুলা সেক্রেটারি অফ স্টেট জেইম নেটো বলেছেন, তারা কলেরা প্রাদুর্ভাব থেকে বাঁচতে পালিয়ে যাচ্ছিল। নিহতদের মধ্যে অনেক শিশু রয়েছে বলেও জানান তিনি।

“ফেরিতে ভিড় ছিল এবং যাত্রী বহনের জন্য অনুপযুক্ত ছিল। তাই এটি ডুবে গেছে,” নেটো বলেন।

সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা ভিডিওতে দেখা যাচ্ছে, একটি সৈকতে কয়েক ডজন মরদেহ পড়ে আছে। তবে এটি যাচাই করা করা যায়নি।

প্রসঙ্গত, গত বছরের জানুয়ারি থেকে দক্ষিণ আফ্রিকার বিভিন্ন দেশে কলেরার প্রাদুর্ভাবের কারণে নামপুলা প্রদেশ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।

ইউনিসেফের মতে, বর্তমান প্রাদুর্ভাব ২৫ বছরের মধ্যে সবচেয়ে খারাপ। ২০২৩ সালের অক্টোবর থেকে মোজাম্বিকে ১৩ হাজার ৭০০ জন কলেরা আক্রান্ত এবং ৩০ জনের মৃত্যু হয়েছে।

সূত্র: রয়টার্স

(ঢাকাটাইমস/০৯এপ্রিল/এমআর)

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আন্তর্জাতিক এর সর্বশেষ

যৌন নিপীড়নের ৩ হাজার ভিডিও ফাঁস: কে এই প্রাজ্জ্বল রেভান্না?

কেনিয়ায় বৃষ্টি ও বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৬৯

ফিলিস্তিনপন্থি বিক্ষোভকারীদের গ্রেপ্তারে কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে নিউইয়র্ক সিটি পুলিশ

ফিলিস্তিন ইস্যুতে বিক্ষোভকারী শিক্ষার্থীদের বহিষ্কার করছে কলম্বিয়া বিশ্ববিদ্যালয়

যুদ্ধবিরতি চুক্তি না হলে ৭২ ঘণ্টার মধ্যে রাফাহতে আক্রমণ চালাবে ইসরায়েল

গাদ্দার বলেছিলেন মমতা, দেরিতে হলেও পাল্টা দিলেন মিঠুন

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নতিতে বড় সুবিধাভোগী উত্তর-পূর্ব ভারত: জয়শঙ্কর

ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে ইইউর দেশগুলো 

ইসরায়েলি সেনাবাহিনীর ৫ ইউনিট মানবাধিকার লঙ্ঘন করেছে: যুক্তরাষ্ট্র

আটলান্টিক মহাসাগরে নৌকাডুবিতে ৫১ অভিবাসী নিখোঁজ

এই বিভাগের সব খবর

শিরোনাম :