৬ দিন ধরে অনশনে প্রেমিকা, প্রেমিককে খুঁজে বিয়ে দিতে ইউএনওর আলটিমেটাম

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৩ অক্টোবর ২০২৪, ১৩:৪৪
অ- অ+

কিশোরগঞ্জের ভৈরবে বিয়ের দাবিতে ছয় দিন ধরে প্রেমিকের বাড়িতে অবস্থান নিয়েছেন প্রেমিকা। এ ঘটনায় নিখোঁজ প্রেমিক নাদিমকে খুঁজে প্রেমিকার সঙ্গে বিয়ে দিতে আলটিমেটাম দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রিদুওয়ান আহমেদ রাফি।

পৌর শহরের চণ্ডিবের উত্তর কান্দা পাড়া এলাকার শাহজাহান মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে। প্রেমিক নাদিম মিয়া (২৬) তারই ছেলে। প্রেমিকা আফরিন বেগম (১৮) ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের মাইচপাড়া এলাকার আলমগীর মিয়ার মেয়ে।

মঙ্গলবার (২২ অক্টোবর) রাতে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেদুওয়ান আহমেদ রাফি ছুটে যান ঘটনাস্থলে। সঙ্গে ছিল ভৈরব সেনা ক্যাম্পের সদস্যরা।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেদয়ান আহমেদ রাফি জানান, ২৩ অক্টোবর দুপুর ১২টা পর্যন্ত সময় বেধে দেওয়া হয়েছে নাদিমের পরিবার ও স্থানীয়দের। নির্ধারিত সময়ের মধ্যে নাদিমকে খুঁজে বের করে প্রেমিকার সঙ্গে বিয়ে না দিলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

জানা যায়, দীর্ঘ দিন ধরে নাদিমের সঙ্গে কিশোরীর সম্পর্ক। প্রথম দিকে মুঠোফোনে তাদের যোগাযোগ ছিল। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের মধ্যে নিয়মিত যোগাযোগ শুরু হয়। ১৫ দিন যাবত নাদিমের সঙ্গে কিশোরীর কোনো যোগাযোগ নেই। পরে তার সন্ধানে বাড়িতে এসে অবস্থান নেন ভুক্তভোগী।

এদিকে প্রেমিকা আসার খবরে প্রেমিক লাপাত্তা হয়ে আছে। এ বিষয়ে সংবাদ প্রকাশ হলে ভৈরব উপজেলা প্রশাসন খোঁজ নিতে যান। প্রেমিকের বাড়িতে গিয়ে পাওয়া যায়নি তার বাবা শাহজাহান মিয়াকে। ঘটনাস্থলে উপস্থিত ছিলেন প্রেমিকার বাবা।

তিনি ইউএনওকে জানান, ছয় দিন ধরে বিয়ের আশ্বাস দিয়ে ঘোরাচ্ছেন ছেলের পরিবার। ছেলে কোথায় আছে এখনো কোনো খোঁজ মিলছে না। তাই বিয়ে দিতে পারছেন না বলে দাবি নাদিমের পরিবারের।

(ঢাকাটাইমস/২৩অক্টোবর/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
৭০ কোটি টাকা তছরুপ: ইউনাইটেড গ্রুপের সিইও শেখ ফারুক হোসেন অপসারিত
ডাইনি সন্দেহে ভারতে একই পরিবারের পাঁচজনকে পিটিয়ে ও পুড়িয়ে হত্যা
শহীদদের মর্যাদা দিতে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করতে হবে: দুদু
অলিখিত ফাইনালে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা