সাংবাদিক শেখ জামাল কারাগারে, রিমান্ড শুনানি ৩০ অক্টোবর
স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় নেতা ও ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সাংগঠনিক সম্পাদক সাংবাদিক শেখ জামালকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
গতকাল বৃহস্পতিবার যুবদল নেতা শামীম হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক তন্ময় কুমার বিশ্বাস সাত দিনের রিমান্ড আবেদন করে আদালতে হাজির করেন।
ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুর রহমান শুনানি শেষে আগামী ৩০ অক্টোবর রিমান্ড শুনানি দিন ঠিক করেন তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
গত ২৩ অক্টোবর দিনগত রাত ২টার দিকে রাজধানীর মগবাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল।
মামলার অভিযোগে বলা হয়, ২০২৩ সালের ২৮ অক্টোবর বিএনপি কেন্দ্রীয় কর্মসূচি অনুযায়ী মহাসমাবেশ ডাকে। এই মহাসমাবেশকে পণ্ড করার জন্য একই দিনে আওয়ামী লীগ পাল্টা সমাবেশ ডাকে। বিএনপি নেতাকর্মীদের হত্যা ও গুম করার উদ্দেশ্যে পুলিশের সহায়তায় বিএনপির ঢাকার মহাসমাবেশে হামলা চালানো হয়। এতে অনেক বিএনপির নেতা কর্মী আহত হন। যুবদল নেতা শামীম এ ঘটনায় মারা যায়। ওই ঘটনায় গত ২৪ সেপ্টেম্বর রাজধানীর পল্টন থানায় একটি মামলা দায়ের করা হয়।উল্লেখ্য, শেখ জামাল দৈনিক মানবকণ্ঠে জ্যেষ্ঠ প্রতিবেদক হিসেবে কাজ করেছেন। বর্তমানে তিনি ‘দৈনিক মুখপাত্র’ নামে একটি পত্রিকার সম্পাদক হিসেবে নিজেকে পরিচয় দিয়ে আসছিলেন।
(ঢাকাটাইমস/২৪অক্টোবর/আরজেড/এমআর)
মন্তব্য করুন