সুনামগঞ্জে যৌথ অভিযানে রিভলবারসহ যুবক আটক

সুনামগঞ্জ প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৫ অক্টোবর ২০২৪, ১০:০৪
অ- অ+

সুনামগঞ্জ সীমান্তে বিজিবি ও র‌্যাবের যৌথ অভিযানে একটি রিভলবারসহ মোহাম্মদ আব্দুল সিদ্দিক (২৪) নামে এক যুবক আটক হয়েছেন।

বৃহস্পতিবার রাত ৯টার দিকে জেলার দোয়ারাবাজার উপজেলার বোগলা বাজার ইউনিয়নের ইদুকোনা বাজার নামক স্থান থেকে তাকে আটক করা হয়।

আটক মোহাম্মদ আব্দুল সিদ্দিক (২৪) ইদুকোনা গ্রামের মো রুস্তম আলীর ছেলে।

সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়ান বিজিবি অধিনায়ক এ কে এম জাকারিয়া কাদির এ খবরের সত্যতা নিশ্চিত করেছেন।

বিজিবি সূত্রে জানা গেছে, সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি)-এর অধীনস্থ বাগানবাড়ী বিওপির দায়িত্বপূর্ণ এলাকার ইদুকোনা বাজার নামক স্থানে বিজিবি ও র‌্যাব অভিযান চালায়। অভিযানে আব্দুল সিদ্দিককে রিভলবারসহ আটক করা হয়।

সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়ান বিজিবি অধিনায়ক এ কে এম জাকারিয়া কাদির জানান, ‘আটককৃত যুবককে অস্ত্রসহ র‌্যাব-৯,সুনামগঞ্জ সিপিসি-৩-এর হেফাজতে নেওয়া হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন।’

(ঢাকাটাইমস/২৫অক্টোবর/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ
যুদ্ধবিরতির মধ্যেই জম্মু-কাশ্মীরে ফের বিস্ফোরণ
বিএনপির কাছে সবার আগে বাংলাদেশ, স্বাধীনতা ও সার্বভৌমত্ব: মুন্না
শাহবাগ ছেড়ে ইন্টারকন্টিনেন্টাল মোড়ে আন্দোলনকারীরা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা