ফেসবুকে ক্যারিয়ারের সেঞ্চুরির সংখ্যা জানিয়ে বিজয় লিখলেন, ‘একটু পানি খাই’

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৩ নভেম্বর ২০২৪, ১৬:৪৬
অ- অ+

চলতি মাসেই আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ। আসন্ন এই সিরিজ সামনে রেখে গত শুক্রবার ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দল ঘোষণার পর স্কোয়াডে জায়গা না পাওয়া ক্রিকেটাররা একের পর এক সামাজিক যোগাযোগ মাধ্যমে রহস্যময় পোস্ট দিচ্ছেন। এবার আরও একটি রহস্যময় পোস্ট দিলেন এনামুল হক বিজয়।

বাংলাদেশের জার্সিতে শুরুটা ভালোই করেছিলেন এনামুল হক বিজয়। দুর্দান্ত পারফরম্যান্স করে ওপেনিংয়ে নিজের জায়গাটা শক্তও করেছিলেন এই ডান হাতি ব্যাটার। তবে কাল হয়ে দাঁড়ায় ২০১৫ বিশ্বকাপের ইনজুরি। এরপর জাতীয় দলে নিয়মিত হতে পারেননি তিনি। ঘরোয়া ক্রিকেটে পারফরম্যান্স এবং মিডিয়ার চাপে কয়েকটা সিরিজের স্কোয়াডে থাকলেও এক ম্যাচ খারাপ খেললে বাদ পড়তেন পরের সিরিজে।

এভাবে চলছিল বিজয়ের জাতীয় দলে ফেরার লড়াই। এতদিন চুপ থাকলেও এবার মুখ খুলেছেন ক্রিকেটার। আসন্ন আফগানিস্তান সিরিজের স্কোয়াডে জায়গা না হওয়ায় ফেসবুকে দিয়েছিলেন রহস্যময় পোস্ট। তার পর দিনই পেশাদার ক্রিকেট লিগে নিজের ৪৫তম সেঞ্চুরির দেখা পেয়েছেন তিনি।

শনিবার (২ নভেম্বর) জাতীয় ক্রিকেট লিগের ম্যাচে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে খুলনা বিভাগের মুখোমুখি হয়েছে ঢাকা মেট্রো। টস হেরে ব্যাট করতে নেমে দুই ওপেনারের সেঞ্চুরিতে ৬ উইকেট হারিয়ে ৩৫৮ রান করেছে খুলনা। ১৬৯ বল খেলে ১৩ চার ও ৩ ছক্কায় ১৬৯ বলে ১২৫ রান করেছেন এনামুল হক বিজয়।

এরপর রাতে নিজের সেঞ্চুরির সংখ্যার ছবি দিয়ে একটি পোস্ট করেছেন বিজয়। ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, একটু পানি খাই। স্ট্যাটাসে তিনি বাক্যটির কোনো ব্যাখ্যা দেননি। তবে অনেকেই বলছেন- এতগুলো সেঞ্চুরি করেও জাতীয় দলে জায়গা না পাওয়ার হতাশা থেকেই এমনটা লিখেছেন বিজয়।

হিসাব করে দেখা যায়, পেশাদার ক্রিকেটে সবমিলিয়ে বিজয়ের সেঞ্চুরির সংখ্যা ৪৫টি। এর মধ্যে প্রথম শ্রেণির ক্রিকেট ২৪টি, লিস্ট ‘এ’ ক্রিকেটে ২০টি ও টি-টোয়েন্টিতে একটি সেঞ্চুরি আছে তার। তারপরও নির্বাচকদের নজরে আসতে পারছেন না বিজয়।

এর আগে গত শুক্রবার আফগানিস্তান সিরিজের দল ঘোষণার পর ফেসবুক পোস্টে বিজয়ে লিখেছিলেন, আমি জানি না, আল্লাহ জানেন। কিন্তু যত দিন সম্ভব, আমি চেষ্টা করে যাব। আমার স্বপ্নগুলোকে পূরণ করব।

(ঢাকাটাইমস/ ০৩ নভেম্বর/এনবিডব্লিউ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সুষ্ঠু নির্বাচনের জন্য প্রশাসনের ‘আওয়ামী ক্যাডারদের’ অপসারণের দাবি রিজভীর
বিএনপি ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর ‘জাতীয় উদযাপন কমিটি’ গঠন
জাপান ভিসা সফলতা ও শিক্ষার্থীদের প্রস্তুতি বাড়াতে সেমিনার অনুষ্ঠিত
সাবেক এমপি কাজী নাবিলসহ প্রভাবশালী তিন ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা