কাইল মেয়ার্সের ঝড়ো ব্যাটিংয়ে রান পাহাড়ে বরিশাল

ক্রীড়া প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৯ জানুয়ারি ২০২৫, ১৫:২৫| আপডেট : ০৯ জানুয়ারি ২০২৫, ১৫:২৯
অ- অ+

রংপুরের বিপক্ষে খেলতে নেমেই জ্বলে উঠলেন বরিশালের ব্যাটারা। প্রথম দেখায় বড় ব্যবধানে হারানোর পর সামাজিক মাধ্যমেও খোঁচা দিয়েছিল রংপুর রাইডার্স। এবার সে খোঁচার জবাব দেয়ার সুযোগ এসেছে ফরচুন বরিশালের কাছে। প্রতিশোধের ম্যাচে বড় পুঁজি তুলে নিলো তামিমের দল।

সিলেটে বৃহস্পতিবার (৯ জানুয়ারি) রংপুরের বিপক্ষে ব্যাটিংয়ে নেমে শুরুতে তামিম ইকবাল এবং নাজমুল হোসেন শান্তর ৮১ রানের জুটি। এরপর কাইল মেয়ার্সের বিধ্বংসী ইনিংস এবং ফাহিম আশরাফের ছোটো ক্যামিওতে রংপুর রাইডার্সের বিপক্ষ ১৯৭ রান সংগ্রহ করে ফরচুন বরিশাল। দলকে বড় সংগ্রহ এনে দেয়ার পথে ৬১ রানের ঝড়ো ইনিংস খেলে অপরাজিত ছিলেন কাইল মেয়ার্স।জয়ের জন্য ২০ ওভারে ১৯৮ রান করতে হবে রংপুরকে।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বরিশালের হয়ে আজ ওপেনিংয়ে নামেন তামিম ইকবাল ও নাজমুল হোসেন শান্ত। শুরু থেকেই রংপুরের বোলারদের ওপর চড়াও হয়ে খেলতে থাকেন তারা। প্রথম দশ ওভারেই তুলে নেন ৮১ রান।

তবে পরের ওভারেই এই জুটিকে ভেঙে রংপুরকে স্বস্তি এনে দেন কামরুল ইসলাম। কামরুল ইসলামের বলে খুশদিল শাহ এর হাতে ক্যাচ তুলে দিয়ে সাজঘরে ফিরে যান ৩০ বলে ৪১ রান করা শান্ত। মাত্র ৯ রানের জন্য অর্ধশতক মিস করেন তিনি।

শান্তর বিদায়ের পর একই ওভারে তামিম ইকবালকে ফেরান কামরুল ইসলাম। কামরুলের বলে অ্যালেক্স হেলসের হাতে ক্যাচ তুলে দিয়ে ফিরে যান তামিম। আউট হওয়ার আগে করেন ৩৪ বলে ৪০ রান। তার বিদায়ে ৯০ রানে ২ উইকেট হারায় বরিশাল।

এই দুই ব্যাটারের বিদায়ের পর তাওহীদ হৃদয়কে নিয়ে জুটি গড়েন কাইল মেয়ার্স। এই জুটিতে ভর করে বড় সংগ্রহের দিকে এগোতে থাকে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বরিশাল। তবে ভয়ঙ্কর হযে ওঠার আগেই এই জুটিকে থামান আকিফ জাভেদ।

আকিফ জাভেদের বলে মোহাম্মদ সাইফউদ্দিনের হাতে ক্যাচ তুলে দিয়ে সাজঘরে ফিরে যান ১৮ বলে ২৩ রান করা তাওহীদ হৃদয়। তার বিদায়ে ভাঙে ৫৯ রানের জুটি।

তাওহীদ হৃদয়ের বিদায়ের পর সাজঘরে ফিরে যান অভিজ্ঞ মাহমুদউল্লাহ রিয়াদও। ৪ বলে মাত্র ২ রান করে মোহাম্মদ সাইফউদ্দিনের শিকার হয়ে প্যাভিলিয়নের পথ ধরেন তিনি। তার বিদায়ে ১৫২ রানে ৪ উইকেট হারায় বরিশাল।

এই দুই ব্যাটারের বিদায়ের পর জুটি গড়েন কাইল মেয়ার্স ও ফাহিম আশরাফ। ৬ বলে ২০ রান করে ফাহিম আশরাফ রান আউটের শিকার হয়ে সাজঘরে ফিরে গেলেও অর্ধশতক তুলে নেন কাইল মেয়ার্স। তার অপরাজিত ২৯ বলে ৬১ রানে ভর করে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৯৭ রান সংগ্রহ করেছে বরিশাল।

(ঢাকাটাইমস/০৯ জানুয়ারি/এনবিডব্লিউ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
‘ধামাকা শপিং’-এর চেয়ারম্যান এম আলীকে ধরে থানায় দিল জনতা
তারেক রহমানকে শরণখোলা বিএনপির নেতাদের চিঠি, কাউন্সিলে আঞ্জুমান আরার প্রার্থীতা বাতিলের দাবি
সনাতনী জনগণের মাঝে বিএনপির বার্তা পৌঁছে দিলেন কাজী আলাউদ্দিন
বিচার সংস্কার ও নতুন সংবিধানের মাধ্যমেই দেশ পুনর্গঠন করতে হবে: নাহিদ ইসলাম
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা