দারুল ইহসান ট্রাস্টের উদ্যোগে অগ্নিনির্বাপণ মহড়া অনুষ্ঠিত

সাভারের আশুলিয়ায় প্রাকৃতিক দুর্যোগ ও অগ্নি মোকাবেলায় অগ্নিনির্বাপণ মহড়া অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৮ ফেব্রুয়ারি) সকালে আশুলিয়ার শ্রীপুর এলাকায় দারুল ইহসান ট্রাস্ট পরিচালিত তাহফিজুল কুরআনিল কারিম ফাযিল (স্নাতক) মাদরাসায় এ মহড়া অনুষ্ঠিত হয়। ট্রাস্টের উদ্যোগে আয়োজিত মহড়াটি পরিচালনা করে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।
অগ্নিনির্বাপণ মহড়া আয়োজনের বিষয়ে প্রফেসর ডা. মোহাম্মদ সালেহ উদ্দিন সাঈদ বলেন, ‘আমাদের এই প্রতিষ্ঠানে সাড়ে ৬০০ আবাসিক শিক্ষার্থী রয়েছেন। হঠাৎ কখনো যদি অনাকাঙ্ক্ষিত কোনো দুর্ঘটনা বা অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, তাহলে কীভাবে সেটি মোকাবিলা করা যায়, সে ব্যাপারে তাদের হাতে কলমে শিখানোর জন্য এই মহড়ার আয়োজন করা হয়েছে।’
এই শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ- এ কথা উল্লেখ করে প্রফেসর ডা. মোহাম্মদ সালেহ উদ্দিন সাঈদ বলেন, ‘যদি তারা অগ্নিনির্বাপণ শিক্ষাটা হাতে কলমে পায়, তাহলে নিজের বাড়িতে সেটা প্রয়োগ করতে পারবে এবং যেকোনো ধরনের প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় এই প্রশিক্ষণ তাদের সহায়তা করবে। সেই লক্ষ্যেই আমাদের আজকের এই উদ্যোগ।’ শিক্ষার্থীদের প্রশিক্ষণে সুন্দরভাবে সহযোগিতা দেওয়ার জন্য ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালককে ধন্যবাদ জানান তিনি।
১৯৮৬ সালে প্রফেসর ড. সৈয়দ আলী আশরাফ প্রতিষ্ঠিত দারুল ইহসান ট্রাস্ট শিক্ষা ও সেবামূলক প্রতিষ্ঠান হিসেবে তাহফিজুল কুরআনিল কারিম ফাযিল (স্নাতক) মাদরাসা, কাপড় ও কাঁচাবাজারের মার্কেট পরিচালনা করে আসছে। দেশ ও দশের স্বার্থে এই ট্রাস্ট প্রতিবছর বিভিন্ন ধরনের শিক্ষা ও সেবামূলক প্রশিক্ষণ কর্মসূচি নিয়ে থাকে।
(ঢাকা টাইমস/০৮ফেব্রুয়ারি/মোআ)
মন্তব্য করুন