বাংলাদেশ-ভারত ম্যাচে বেটিং, গ্রেপ্তার ৩

ক্রিকেটে বড় কোনো টুর্নামেন্ট আসলেই দৌরাত্ব বেড়ে যায় বেটিং চক্রের। আইসিসির কড়া নজরদারি এড়িয়েও বেটিংয়ে জড়িয়ে পড়ছে বেশ কিছু চক্র। চলতি চ্যাম্পিয়ন্স ট্রফিতেও এর ব্যতিক্রম হলো না। চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হতেই ভারতে সক্রিয় হয়ে উঠেছে ক্রিকেট বেটিং চক্র। সর্বশেষ বাংলাদেশ-ভারত ম্যাচে বেটিংয়ের সময় তিন জুয়াড়িকে গ্রেপ্তার করেছে ভারতের পুলিশ।
দুবাইতে বৃহস্পতিবার রোহিত শর্মাদের বিপক্ষে যখন মাঠে নাজমুল হোসেন শান্তরা, ঠিক তখনই ভারতে বাংলাদেশ-ভারত ম্যাচে চার-ছক্কা কিংবা আউট এসব নিয়েই চলছিল জুয়ার বাজি। কিন্তু বাধ সাধে স্থানীয় পুলিশ। সেই আসরে অভিযান চালিয়ে তিনজনকে হাতেনাতে ধরে ফেলাা হয়।
ভারতের গোয়া রাজ্যের পুরবরিম থানার পুলিশ পরিদর্শক রাহুল পরাবের বরাতে টাইমস অব ইন্ডিয়া গতকাল লিখেছে, বৃহস্পতিবার মধ্য রাতে পানাজির পিলেরনে গ্রামের এক বাড়িতে অভিযান চালিয়েছে গোয়া পুলিশ। অভিযান চালিয়ে তিনজনকে হাতেনাতে ধরে ফেলা হয়।
হাতেনাতে গ্রেপ্তারকৃত সেই তিন ব্যক্তি হলেন মাকসুদ মোদন (২৮), আসিফভাই জিয়াউদ্দিনভাই (২৫) ও রিজভান ভাশ (২০)। তারা প্রত্যেকেই জীবিকার তাগিদে গুজরাট থেকে গোয়ায় এসেছেন। তিন জুয়াড়ির থেকে চারটি মোবাইল ফোন, একটি ল্যাপটপ, ইন্টারনেটের একটি রাউটার এবং ১ লাখ ১০ হাজার রুপি জব্দ করা হয়েছে। তাদের গতকাল আদালতে হাজির করানো হয়েছে।
গত বৃহস্পতিবার দুবাইয়ে টস জিতে আগে ব্যাট করতে নেমে ৪৯ ওভার ৪ বলে ২২৮ রান তুলে অলআউট হয়েছে বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ ১০০ রান করেছেন হৃদয়। তাছাড়া ফিফটি পেয়েছেন জাকের। ভারতের হয়ে ৫৩ রানে ৫ উইকেট শিকার করেছেন মোহাম্মদ শামি। জবাবে খেলতে নেমে ৪৬ ওভার ৩ বলে ৪ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় ভারত।
(ঢাকাটাইমস/২২ ফেব্রুয়ারি/এনবিডব্লিউ)

মন্তব্য করুন