ভারতকে আগে দুইবার হারিয়েছি, তৃতীয়বার হারাতে প্রস্তুত: হারিস রউফ

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমমস
  প্রকাশিত : ২২ ফেব্রুয়ারি ২০২৫, ১৩:১৯
অ- অ+

ফুটবলে যেমন ব্রাজিল-আর্জেন্টিনার ম্যাচ মানেই বাড়তি এক উত্তেজনা, ক্রিকেটেও ঠিক একই অবস্থা ভারত-পাকিস্তান ম্যাচে। ক্রিকেটে ভারত-পাকিস্তান ম্যাচে আলাদা এক আবহ বিরাজ করে। ক্রিকেটপ্রেমীরা মুখিয়ে থাকেন এই দুই দলের লড়াই দেখার জন্য।

তবে ২০১৩ সালের পর থেকে দ্বিপাক্ষিক সিরিজ আয়োজন বন্ধ হওয়ায় ভারত-পাকিস্তানের দেখা হয় শুধু আইসিসির ইভেন্টগুলোতে। যে কারণে আইসিসি আয়োজিত এমন কোনো ম্যাচ আসলেই উৎসুক দর্শকের মনে শুরু হয় উত্তেজনা।

চলমান চ্যাম্পিয়ন্স ট্রফিতে মুখোমুখি হবে এই দুই চিরপ্রতিদ্বন্দ্বী। ভারতের বিপক্ষে এই ম্যাচটি পাকিস্তানের জন্য ডু অর ডাই ম্যাচ। হারলেই চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বাদ পড়তে হবে পাকিস্তানকে। হাইভোল্টেজ ম্যাচটি আগামীকাল রবিবার দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

চ্যাম্পিয়ন্স ট্রফিতে মোটবার পাঁচবার ভারতের মুখোমুখি হয়েছে পাকিস্তান। এর মধ্যে তিনবার জিতেছে পাকিস্তান; দুটিতে ভারত। অর্থাৎ অতীত রেকর্ড ও ইতিহাসের দিকে তাকালে পাকিস্তানকে বেশ আত্মবিশ্বাসী এবং আশাবাদী মনে হওয়াটাই স্বাভাবিক।

তাছাড়া দুবাইয়ে ভারতকে হারানোর রেকর্ড আছে পাকিস্তানের। এ ভেন্যুতে দুইবার ভারতকে হারিয়েছে আনপ্রেডিক্টেবলরা। ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতকে ১০ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়েছিল বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ানরা। এরপর ২০২২ এশিয়া কাপ সুপার ফোর পর্বে ৫ উইকেটের ব্যবধানে জিতেছে পাকিস্তান।

দুবাইয়ের মাঠে আগের রেকর্ড বিবেচনায় পাকিস্তানের তারকা পেসার হারিস রউফের কণ্ঠেও ফুঠে উঠেছে আশার বাণী।

গতকাল শুক্রবার আইসিসি একাডেমিতে অনুশীলনের আগে তিনি বলেন, ‘আমরা দুবাইয়ে ইতোমধ্যে দুইবার ভারতকে হারিয়েছি এবং এবার সেটিকে তিনে পরিণত করার লক্ষ্য নিয়ে মাঠে নামবো। আমরা আত্মবিশ্বাসী এবং দারুণ এক লড়াইয়ের জন্য প্রস্তুত।’

আইসিসির ওয়ানডে ফরম্যাটের টুর্নামেন্টগুলোতে ভারতের আধিপত্য বেশি। এছাড়া প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের কাছে হেরে যাওয়ার বাড়তি চাপ অনুভব করছে পাকিস্তান।

অতীত ভুলে কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনের দিকেই হাঁটতে চান হারিস রউফ। তিনি বলেন, ‘যা হয়ে গেছে তা অতীত। আমরা এখন শুধু ভারত ম্যাচের ওপর মনোযোগ দিচ্ছি। ভুলগুলো সংশোধন করছি এবং নিশ্চিত করছি যে, আমরা সেগুলো পুনরাবৃত্তি করবো না। এটি আমাদের জন্য বাঁচা-মরার ম্যাচ এবং সেমিফাইনালের দৌড়ে টিকে থাকতে হলে আমাদের জিততেই হবে।’

উচ্চ-চাপের মধ্যে দলের মনোবল অটুট রয়েছে উল্লেখ করে ডানহাতি পেসার বলেন, ‘সকল খেলোয়াড় উচ্ছ্বসিত। আমরা ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং– প্রতিটি বিভাগেই আমাদের সেরাটা উজাড় করে দেবো। কোনো অতিরিক্ত চাপ নেই; আমরা এটি শুধুমাত্র আরেকটি ম্যাচ হিসেবেই দেখছি।’

পাকিস্তানের পেস আক্রমণ বরাবরই শক্তিশালী। তবে রউফ মনে করেন, পিচের কন্ডিশন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তিনি বলেন, ‘পিচ কখনো কখনো স্পিন সহায়ক হতে পারে। আমরা উইকেট পর্যবেক্ষণ করবো এবং প্রতিটি ব্যাটসম্যানকে লক্ষ্য করে পরিকল্পনা করবো।’

(ঢাকাটাইমস/২২ ফেব্রুয়ারি/এনবিডব্লিউ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
এপ্রিলের ২৯ দিনে রেমিট্যান্স এসেছে ২৬০ কোটি ৭৬ লাখ ডলার
নির্ধারিত সময়ের দুই মাস আগেই সব দেনা পরিশোধ করল পেট্রোবাংলা
ব্যবসায়িক পরিবেশ উন্নত করার জন্য যথাসাধ্য চেষ্টা করব: অর্থ উপদেষ্টা
উপদেষ্টাদের সঙ্গে পুলিশের মতবিনিময়, বিভিন্ন প্রস্তাব বাস্তবায়নের আশ্বাস
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা