ডিপিএলে রূপগঞ্জে সাকিব, দেশে ফেরা নিয়ে যা বলছেন দলটির মালিক

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২২ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:০৬
অ- অ+

সময়টা একেবারেই ভালো যাচ্ছে না ক্রিকেটার সাকিব আল হাসানের। নিজের অলরাউন্ডিং পারফরম্যান্স দিয়ে এক সময় বিশ্ব দাপিয়ে বেড়ানো সাকিব দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর আর ফিরতে পারেননি ক্রিকেটে।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মিরপুর টেস্ট দিয়ে আন্তর্জাতিক টেস্ট থেকে অবসরের পরিকল্পনা থাকলেও সেটি বাস্তবায়ন হয়নি। এমনকি অনুপস্থিত ছিলেন সর্বশেষ বিপিএলেও। এরই মাঝে আবার প্রতারণার মামলায় সাকিবের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা দিয়েছেন আদালত। সবমিলিয়ে দেশে ফেরার অনিশ্চয়তার মাঝেই সাকিব ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) নাম লেখাতে যাচ্ছেন।

দেশের ঘরোয়া ক্রিকেটে ওয়ানডে ফরম্যাট বিবেচনায় সর্বোচ্চ আসর বলা হয়ে থাকে ঢাকা প্রিমিয়ার লিগকে (ডিপিএল)। বাংলাদেশের বড় বড় তারকা ক্রিকেটাররা খেলে থাকেন ডিপিএলে। ডিপিএলের আসন্ন আসরে লিজেন্ড অব রূপগঞ্জে নাম লেখানোর সম্মতি দিয়েছেন সাকিব আল হাসান।

এ প্রসঙ্গে মিরপুরে গণমাধ্যমের মুখোমুখি হন লিজেন্ড অব রূপগঞ্জ দলের মালিক লুৎফর রহমান বাদল। এ সময় তিনি বলেন, ‘সবচেয়ে বড় আকর্ষণ সাকিব হাসান। আমার সঙ্গে কথা হয়েছে, ও আমেরিকাতেই ছিল। ঘরের ছেলে ঘরে এসেছে, এটাই সবচেয়ে বড় নিউজ।’

সাকিব ডিপিএল খেলতে দেশে আসবেন কি না এমন প্রশ্নের জবাবে বাদল বলেন, ‘আমি একটা কথাই স্পষ্ট বলতে চাই, আমরা রাজনীতিবিদ সাকিবকে নিইনি, খেলোয়াড় সাকিবকে নিয়েছি। সাকিব দেশের একটা সম্পদ। যা অচিরেই ঝরে যাক আমরা চাই না। আপনারা জানেন যে অলমোস্ট সাকিবের ক্যারিয়ারের শুরু থেকেই আমার সঙ্গে ছিল। এখনও আশা প্রকাশ করেছেন আমার সঙ্গে থাকবেন। আমি আমাদের ক্রিকেটকে নতুনভাবে সাজাতে চাই।’

এ ছাড়া আরেকটি বাধার দেয়াল আছে সাকিবের সামনে। সেটি হচ্ছে তার বোলিং নিষেধাজ্ঞা। ইংল্যান্ডের কাউন্টি চ্যাম্পিয়নশিপে বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন ওঠার পর বার্মিংহাম ও ভারতে দুই দফায় দেওয়া পরীক্ষায় পাস করতে পারেননি সাকিব। নতুন করে তিনি আবারও পরীক্ষা দেবেন বলে জানিয়েছেন রূপগঞ্জের মালিক, ‘সে ইংল্যান্ডে রোজার মধ্যে তৃতীয়বার (বোলিং) পরীক্ষা দিতে আসবে। এজন্য সেখানে সে একজন কোচও নিয়েছে। তার সম্মতি পেলে সাকিব পরীক্ষা দেবে এবং সেখানে পাস করলে আশা করি খেলতে পারবে বাংলাদেশে।’

আগামী ৩ মার্চ থেকে মাঠে গড়াতে যাচ্ছে ডিপিএলের এবারের আসর। তার আগে আজ (শনিবার) এবং আগামীকাল দুই দিনব্যাপী চলবে ক্রিকেটারদের দলবদল। আসন্ন ডিপিএল আসরকে সামনে রেখে দল গোছাতে ব্যস্ত ক্লাবগুলো। সেই তালিকায় বেশ জোরেশোরে এগিয়ে আছে লিজেন্ডস অব রূপগঞ্জ। সাকিবকে দলে ভেড়ানোর কথা জানিয়ে তারা বড়সড় চমকই হাজির করেছে।

(ঢাকাটাইমস/২২ ফেব্রুয়ারি/এনবিডব্লিউ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
এপ্রিলের ২৯ দিনে রেমিট্যান্স এসেছে ২৬০ কোটি ৭৬ লাখ ডলার
নির্ধারিত সময়ের দুই মাস আগেই সব দেনা পরিশোধ করল পেট্রোবাংলা
ব্যবসায়িক পরিবেশ উন্নত করার জন্য যথাসাধ্য চেষ্টা করব: অর্থ উপদেষ্টা
উপদেষ্টাদের সঙ্গে পুলিশের মতবিনিময়, বিভিন্ন প্রস্তাব বাস্তবায়নের আশ্বাস
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা