১৫ রানেই ২ উইকেট হারালো নিউজিল্যান্ড

বাঁচা-মরার ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে নেমে মাত্র ২৩৬ রানেই থেমেছে বাংলাদেশ। তবে ব্যাটিংয়ে খারাপ করলেও বোলিংটা দুর্দান্ত শুরু করেছে বাংলাদেশ। মাত্র ১৫ রানেই কিউইদের দুই উইকেট তুলে নিয়েছে বাংলাদেশে। তাসকিনের পর কিউই শিবিরে আঘাত হেনেছেন নাহিদ রানা।
বাংলাদেশের দেওয়া ২৩৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে স্কোর বোর্ডে কোনো রান যোগ করার আগেই উইকেট হারায় নিউজিল্যান্ড।
রানের খাতা খোলার আগেই তাসকিনের বলে বোল্ড হয়ে সাজঘরে ফিরে যান উইল ইয়ং। তার বিদায়ে শূন্য রানেই ওপেনিং জুটি ভাঙে কিউইদের।
তাসকিনের পরে নিউজিল্যান্ড শিবিরে আঘাত হানেন নাহিদ রানা। নাহিদ রানার বলে উইকেটরক্ষক মুশফিকুর রহিমের হাতে ক্যাচ তুলে দিয়ে সাজঘরে ফিরে যান কেন উইলিয়ামসন। আউট হওয়ার আগে করেন ৪ বলে ৫ রান। তার বিদায়ে ১৫ রানে ২ উইকেট হারালো নিউজিল্যান্ড।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) টস জিতে আগে বাংলাদেশকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায় নিউজিল্যান্ড। ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো করলেও এরপরে আসা যাওয়ার মিছিলে নামে বাংলাদেশর ব্যাটাররা। তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম আর মাহমুদউল্লাহ রিয়াদ পৌঁছাতে পারেননি দুই অঙ্কের ঘরে।
এক প্রান্তে ব্যাটারদের এমন আসা-যাওয়ার মিছিলেও আরেক প্রান্তে একাই লড়েছেন নাজমুল হোসেন শান্ত। তার ১১০ বলে ৭৭ ও জাকের আলীর ৪৫ রানে ভর করে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২৩৬ রান সংগ্রহ করেছে বাংলাদেশ।
(ঢাকাটাইমস/২৪ ফেব্রুয়ারি/এনবিডব্লিউ)

মন্তব্য করুন