পাকিস্তানকে সঙ্গে নিয়ে বিদায় নিলো বাংলাদেশ, সেমিফাইনালে নিউজিল্যান্ড

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ২২:৪৭| আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ২২:৫৮
অ- অ+

ভারতের কাছে ৬ উইকেটের হার দিয়ে এবারের চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু করে বাংলাদেশ। যার ফলে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ‘ডু অর ডাই’ ম্যাচে নিউজিল্যান্ডের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ।সেমিফাইনালের টিকিট পেতে দ্বিতীয় ম্যাচটিতে জয়ের বিকল্প ছিল না টাইগারদের সামনে।

গুরুত্বপূর্ণ এই ম্যাচে ৫ উইকেটে হেরেছে নাজমুল হোসেন শান্তর দল। তাতে এক ম্যাচ আগেই আসর থেকে বিদায় নিশ্চিত হয়ে গেছে বাংলাদেশের। একই সঙ্গে সেমির সম্ভাবনা শেষ পাকিস্তানেরও। এই গ্রুপ থেকে পরের পর্বের টিকিট নিশ্চিত করেছে ভারত ও নিউজিল্যান্ড।

রাওয়ালপিন্ডিতে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২৩৬ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। জবাবে খেলতে নেমে ৪৬ ওভার এক বলে ৫ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় নিউজিল্যান্ড। দলের হয়ে সর্বোচ্চ ১১২ রান করেছেন রাচিন রবীন্দ্র। এ ছাড়া ফিফটি পেয়েছেন টম ল্যাথাম। বাংলাদেশের হয়ে একটি করে উইকেট পেয়েছেন তাসকিন আহমেদ, নাহিদ রানা, মুস্তাফিজুর রহমান ও রিশাদ হোসেন।

বাংলাদেশের দেওয়া ২৩৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে স্কোর বোর্ডে কোনো রান যোগ করার আগেই উইকেট হারায় নিউজিল্যান্ড।

রানের খাতা খোলার আগেই তাসকিনের বলে বোল্ড হয়ে সাজঘরে ফিরে যান উইল ইয়ং। তার বিদায়ে শূন্য রানেই ওপেনিং জুটি ভাঙে কিউইদের।

তাসকিনের পরে নিউজিল্যান্ড শিবিরে আঘাত হানেন নাহিদ রানা। নাহিদ রানার বলে উইকেটরক্ষক মুশফিকুর রহিমের হাতে ক্যাচ তুলে দিয়ে সাজঘরে ফিরে যান কেন উইলিয়ামসন। আউট হওয়ার আগে করেন ৪ বলে ৫ রান। তার বিদায়ে ১৫ রানে ২ উইকেট হারায় নিউজিল্যান্ড।

১৫ রানে ২ উইকেট হারানোর পর জুটি গড়েন ডেভন কনওয়ে ও রাচিন রবীন্দ্র। এই জুটিতে ভর করে শুরুর ধাক্কা কাটিয়ে ঘুরে দাঁড়াতে থাকে কিউইরা। ক্রমেই ভয়ঙ্কর হয়ে ওঠতে থাকে এই জুটি। অবশেষে এই জুটিকে থামিয়ে বাংলাদেশকে স্বস্তি এনে দেন মোস্তাফিজুর রহমান।

মোস্তাফিজুর রহমানের বলে বোল্ড হয়ে সাজঘরে ফিরে যান ডেভন কনওয়ে। আউট হওয়ার আগে করেন ৪৫ বলে ৩০ রান। তার বিদায়ে ভাঙে ৫৭ রানের জুটি।

একশর আগেই তিন উইকেট তুলে কিউইদের চাপে ফেলেছিল বাংলাদেশ। তবে এরপরই যেন চীনের দেওয়াল হয়ে দাঁড়িয়ে যান রাচিন রবীন্দ্র ও টম ল্যাথাম। চতুর্থ উইকেটে এই দুই জনের দুর্দান্ত ব্যাটিংয়ে ম্যাচের পুরোপুরি নিয়ন্ত্রণ নেয় নিউজিল্যান্ড। সেঞ্চুরি পেয়েছেন রাচিন। ৯৫ বলে এই মাইলফলক ছুঁয়েছেন তিনি। শেষ পর্যন্ত ১১২ রান করে সাজঘরে ফিরেছেন রাচিন। তবে ততক্ষণে ম্যাচ থেকে ছিটকে গেছে বাংলাদেশ।

রাচিনের বিদায়ের পর বাকি কাজটা ভালোভাবেই করছিলেন ল্যাথাম। তবে ফিফটির পর রান আউটে কাটা পড়েন তিনি। এরপর গ্লেন ফিলিপ ও মাইকেল ব্রেসওয়েল মিলে নিরাপদেই জয়ের বন্দরে পৌঁছে যান।

এর আগে সোমবার (২৪ ফেব্রুয়ারি) টস জিতে আগে বাংলাদেশকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায় নিউজিল্যান্ড। ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো করলেও এরপরে আসা যাওয়ার মিছিলে নামে বাংলাদেশর ব্যাটাররা। তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম আর মাহমুদউল্লাহ রিয়াদ পৌঁছাতে পারেননি দুই অঙ্কের ঘরে।

এক প্রান্তে ব্যাটারদের এমন আসা-যাওয়ার মিছিলেও আরেক প্রান্তে একাই লড়েছেন নাজমুল হোসেন শান্ত। তার ১১০ বলে ৭৭ ও জাকের আলীর ৪৫ রানে ভর করে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২৩৬ রান সংগ্রহ করে বাংলাদেশ।

(ঢাকাটাইমস/২৪ ফেব্রুয়ারি/এনবিডব্লিউ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
তেলের লরির ট্যাংকিতে লুকানো ছিল এক কোটির বেশি মূল্যের ভারতীয় মালামাল
পার্বত্য জনপদে বিজিবির আয়োজনে ক্রীড়া উৎসব, শিরোপা উঠল থানচি একাদশের হাতে
জেলের বেশে ইয়াবা পাচার, টেকনাফে বিজিবির অভিযানে ২০ হাজার ইয়াবা উদ্ধার
কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলা বিএনপির সভাপতি ইকবাল, সাধারণ সম্পাদক মনির
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা