বাড়িতে বাবার লাশ রেখে পরীক্ষা, ফল দেখে কান্নায় ভেঙে পড়লেন মারিয়া

পটুয়াখালী প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১০ জুলাই ২০২৫, ১৬:৩৩| আপডেট : ১০ জুলাই ২০২৫, ১৬:৩৯
অ- অ+

পরীক্ষার দিন ভোরেই হারিয়েছেন বাবাকে। হৃদয়বিদারক সেই মুহূর্তেও মন শক্ত করে বাবার মরদেহ বাড়ি রেখেই পরীক্ষাকেন্দ্রে যান মারিয়া আক্তার। বৃহস্পতিবার (১০ জুলাই) এসএসসি পরীক্ষার ফল প্রকাশ হয়। এতে তিনি পাস করেছেন।

মারিয়া আক্তার বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৩. ৮৩ পেয়েছেন। তবে আশানুরূপ ফল না হওয়ায় কান্নায় ভেঙে পড়েন তিনি।

পটুয়াখালী সদর উপজেলার বদরপুর ইউনিয়নের গাবুয়া গ্রামের শহীদ স্মৃতি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী মারিয়া। ১০ এপ্রিল হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তার বাবা মামুন হাওলাদার। ওইদিনই ছিল তার এসএসসি পরীক্ষা।

বাবার মৃত্যু শোক সামলে পরীক্ষায় অংশ নেওয়ার মারিয়া আক্তারের সেই দুঃসাহসিক সিদ্ধান্ত অনেকের কাছে অনুকরণীয়।

মারিয়া বলেন, বাবা সবসময় চাইতেন আমি মানুষ হই। তিনি স্বপ্ন দেখতেন আমাকে একজন ডাক্তার হিসেবে দেখতে। বাবার মুখটা মনে করে চোখের জল নিয়েই পরীক্ষাকেন্দ্রে গিয়েছিলাম। কিন্তু যেভাবে পড়েছিলাম, সেভাবে ফল হয়নি। তাই খুব কষ্ট লাগছে।

ভবিষ্যৎ পরিকল্পনা প্রসঙ্গে তিনি বলেন, আমি কোথায় ভর্তি হবো, সেটা আমার চাচার সিদ্ধান্ত অনুযায়ী হবে।

মারিয়ার ছোট চাচা অলিউল্লাহ বলেন, ভাই মারা যাওয়ার পর ও একেবারে ভেঙে পড়েছিল। আমরা সাহস দিয়েছি, পাশে থেকেছি। আল্লাহর রহমতে সে পরীক্ষায় অংশ নিতে পেরেছে। এই রেজাল্ট দিয়ে আমরা তাকে ঢাকায় ভালো কোনো কলেজে ভর্তি করাতে চাই। আশা করছি, ইন্টারে সে আরও ভালো করবে।

(ঢাকাটাইমস/১০জুলাই/এলকে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
তেজগাঁও বিভাগে বিশেষ অভিযান: চিহ্নিত ছিনতাইকারীসহ ৪১ জন গ্রেপ্তার
সিআইডির এসপি ও ডিএমপির পরিদর্শক পরিচয়ে ৬০ লাখ টাকা চাঁদাবাজির চেষ্টা, গ্রেপ্তার ২
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘হিন্দু আইন’ নিয়ে দিনব্যাপী সেমিনার
শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদ বানাতে কাজ করছে জাতীয় বিশ্ববিদ্যালয়: ভিসি আমানুল্লাহ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা