যুক্তরাষ্ট্রে প্রাইভেট বিমান দুর্ঘটনায় ধনাঢ্য শিল্পপতি জেমস ওয়েলার নিহত

ব্রিটিশ যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যে মর্মান্তিক এক বিমান দুর্ঘটনায় ধনাঢ্য শিল্পপতি জেমস (জিম) ওয়েলার ও তার পরিবারের তিন সদস্যসহ ছয়জন নিহত হয়েছেন। পরিবারসহ ছুটি কাটাতে যাওয়ার পথে তাদের বহনকারী প্রাইভেট বিমানটি উড্ডয়নের মাত্র সাত মিনিট পরই বিধ্বস্ত হয়।
দ্য গার্ডিয়ান জানায়, স্থানীয় সময় ১৪ জুন সকাল ৭টার কিছু আগে ইয়াংসটাউন ওয়ারেন আঞ্চলিক বিমানবন্দর থেকে চেসনা-৪৪১ মডেলের বিমানটি উড্ডয়ন করে। কিন্তু উড্ডয়নের সাত মিনিটের মাথায় বিমানবন্দর থেকে প্রায় দুই মাইল দূরে একটি খোলা জায়গায় বিমানটি বিধ্বস্ত হয়।
জানা গেছে, ওয়েলার পরিবার ছুটি কাটানোর জন্য মন্টানার বোজম্যান শহরের উদ্দেশ্যে রওনা দিয়েছিল। বিমানে ছিলেন দুইজন অভিজ্ঞ পাইলট ও চারজন যাত্রী। দুর্ঘটনায় সবাই ঘটনাস্থলেই প্রাণ হারান। প্রশাসন জানিয়েছে, এটি সাম্প্রতিক সময়ে ওই অঞ্চলে ঘটে যাওয়া সবচেয়ে ভয়াবহ বিমান দুর্ঘটনাগুলোর একটি।
ঘটনার পরপরই স্থানীয় উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছান এবং আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে বিমানটি সম্পূর্ণ ধ্বংস হয়ে যাওয়ায় কাউকেই জীবিত উদ্ধার করা সম্ভব হয়নি।
নিহতদের পরিচয় নিশ্চিত করা হলেও, তদন্তের স্বার্থে তাদের নাম আনুষ্ঠানিকভাবে জানায়নি কর্তৃপক্ষ। তবে জেমস ওয়েলারের পরিবারের সদস্যরা ওই বিমানে ছিলেন বলে ওয়েলারের কোম্পানি এক বিবৃতিতে নিশ্চিত করেছে।
দুর্ঘটনার কারণ জানতে ইতোমধ্যে ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড (NTSB) এবং ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (FAA) যৌথ তদন্ত শুরু করেছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না বলে জানিয়েছেন কর্মকর্তারা।
এই দুর্ঘটনায় যুক্তরাষ্ট্রজুড়ে শোকের ছায়া নেমে এসেছে, বিশেষ করে ওহাইও’র ব্যবসায়ী মহলে জেমস ওয়েলারের অবদানের কারণে তাকে শ্রদ্ধার সাথে স্মরণ করা হচ্ছে।

মন্তব্য করুন