গাজা থেকে ইসরায়েলে রকেট হামলা, দায় স্বীকার আল-কাসাম ব্রিগেডের

গাজা উপত্যকা থেকে ইসরায়েলের দখলদার বাহিনীকে লক্ষ্য করে রকেট হামলা চালানো হয়েছে। রাতে দক্ষিণ গাজা থেকে ছোড়া রকেটটি ইসরায়েলের সীমান্তবর্তী নিরিম এলাকার কাছে খোলা জায়গায় আঘাত হানে। তবে এতে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। খবর শাফাক নিউজের।
ইসরায়েলি সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়, স্থানীয় সময় রাত ৯টার কিছু পর রকেটটি ছোড়া হয়। হামলার পরপরই নিরিমসহ আশপাশের এলাকায় সাইরেন বাজিয়ে সতর্কতা জারি করা হয়।
এই হামলার দায় স্বীকার করেছে হামাসের সামরিক শাখা আল-কাসাম ব্রিগেড। এক বিবৃতিতে তারা জানিয়েছে, খান ইউনুসের উত্তরের আল-সাতার ও আল-কারারার এলাকায় অবস্থানরত ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে মর্টার শেল নিক্ষেপ করা হয়েছে।
এছাড়াও তারা দাবি করেছে, নিরিম ও আইন হাশলোশা এলাকায় ১১৪ মিমি রাজউম ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে।
এ হামলা এমন এক সময় ঘটল, যখন গাজা উপত্যকায় যুদ্ধবিরতির প্রচেষ্টা চলমান রয়েছে, তবে একাধিক এলাকায় এখনো সংঘাত অব্যাহত। বিশেষ করে গাজার দক্ষিণাঞ্চলে ইসরায়েলি সেনা অভিযানের জেরে পাল্টা প্রতিরোধ জোরালো হচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা।
গাজা ও ইসরায়েলের মধ্যকার চলমান সংঘাতে দুই পক্ষই মাঝে মাঝেই একে অপরের ওপর হামলা চালিয়ে আসছে। আন্তর্জাতিক মহল এখনো একটি টেকসই যুদ্ধবিরতির আহ্বান জানালেও পরিস্থিতির উন্নতির কোনো দৃশ্যমান অগ্রগতি নেই।
(ঢাকাটাইমস/৭ জুলাই/আরজেড)

মন্তব্য করুন