চার উইকেটের পতন, শ্রীলঙ্কাকে চাপ বাংলাদেশের

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ০২ জুলাই ২০২৫, ১৮:০২
অ- অ+
ছবি: ইন্টারনেট

সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচে টস জিতে ব্যাট করতে নামা শ্রীলঙ্কার ব্যাটিং অর্ডারে শুরুতে তিন ধাক্কা দেয় বাংলাদেশ। ২৯ রানে ৩ উইকেট হারানো শ্রীলঙ্কার পরে আরও এক উইকেট নিয়েছে বাংলাদেশ।

এর আগে ওপেনার পাথুম নিশাঙ্কাকে তুলে নেন তানজিম সাকিব। নিশান মাদুষ্কাকে বোল্ড করেন তাসকিন আহমেদ। এরপর তুলে নেন কামিন্দু মেন্ডিসকে।

শ্রীলঙ্কা ২৬ ওভারে ৪ উইকেট হারিয়ে ১২৬ রান করেছে। ক্রিজে থাকা অধিনায়ক চারিথা আশালঙ্কা ৫৬ রানে খেলছেন। তার সঙ্গী লিয়ানাগে। নিশাঙ্কা ও কামিন্দু মেন্ডিস শূন্য এবং মাদুষ্কা ৬ রান করে ফিরেছেন। কুশল মেন্ডিস ৪৫ রান করে আউট হয়েছেন।

সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচে বাংলাদেশের জার্সিতে দুই ক্রিকেটারের অভিষেক হয়েছে। টপ অর্ডার ব্যাটার পারভেজ ইমন ও স্পিনার তানভীর ইসলাম জায়গা পেয়েছেন একাদশে। শ্রীলঙ্কাও এক খেলোয়াড়ের অভিষেক করিয়েছে। পেস অলরাউন্ডার মিলান রত্নায়েকে আছেন একাদশে।

বাংলাদেশের একাদশ: তানজিদ তামিম, পারভেজ ইমন, নাজমুল শান্ত, লিটন দাস, তাওহীদ হৃদয়, মেহেদী মিরাজ, জাকের আলী, তানজিম সাকিব, তাসকিন আহমেদ, তানভীর ইসলাম, মুস্তাফিজুর রহমান।

শ্রীলঙ্কার একাদশ: নিশান মাদুষ্কা, পাথুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস, চারিথা আশালঙ্কা, কামিন্দু মেন্ডিস, জানিথ লিয়ানাগে, মিলান রত্নায়েকে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, মহেশ থিকসানাম, এসান মালিঙ্গা, আসিথা ফার্নান্দো।

ঢাকাটাইমস/এসএমএস

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দলীয় শৃঙ্খলা ভঙ্গ: এনসিপির যুগ্ম সদস্য সচিব মাহিন সরকারকে বহিষ্কার
তেজগাঁও বিভাগে বিশেষ অভিযান: চিহ্নিত ছিনতাইকারীসহ ৪১ জন গ্রেপ্তার
সিআইডির এসপি ও ডিএমপির পরিদর্শক পরিচয়ে ৬০ লাখ টাকা চাঁদাবাজির চেষ্টা, গ্রেপ্তার দু’জনকে ৫ দিনের রিমান্ড
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘হিন্দু আইন’ নিয়ে দিনব্যাপী সেমিনার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা