আজ রাত আড়াইটায় নারী ফুটবল দলকে সংবর্ধনা দেবে বাফুফে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৬ জুলাই ২০২৫, ০৯:৫৬| আপডেট : ০৬ জুলাই ২০২৫, ১২:২৫
অ- অ+

প্রথমবারের মতো এএফসি এশিয়ান কাপের মূল পর্বে জায়গা করে নিয়েছে বাংলাদেশের নারী ফুটবল দল। লাল-সবুজের বাঘিনীরা আজ গভীর রাতে দেশে ফেরার পরপরই তাদের সংবর্ধনা দেবে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

আজ রবিবার (৬ জুলাই) দিবাগত রাত আড়াইটায় রাজধানীর হাতিরঝিল আম্ফিথিয়েটারে এই সংবর্ধনার আয়োজন করছে বাফুফে। বিমানবন্দর থেকে নারী ফুটবল দলকে সরাসরি সংবর্ধনাস্থলে নিয়ে যাওয়া হবে।

গতকাল শনিবার বাছাই পর্বের শেষ ম্যাচে তুর্কমেনিস্তানকে ৭-০ গোলে হারিয়েছে নারীরা। এতে গ্রুপ চ্যাম্পিয়ান হয়েই এশিয়ান কাপের মূল পর্বে নাম লেখাল ঋতু পর্ণারা।

তবে এই ম্যাচটি ছিল কেবলই আনুষ্ঠানিকতা। তিন দিন আগেই মিয়ানমারকে হারিয়ে এশিয়ান কাপের যাত্রা নিশ্চিত করেছিল বাঘিনীরা।

আজ রবিবার (৬ জুলাই) দিবাগত রাত দেড়টা নাগাদ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামবে বাংলাদেশ নারী ফুটবল দল। এরপর রাত আড়াইটার দিকে রাজধানীর হাতিরঝিল আম্ফিথিয়েটারে দলকে সংবর্ধনা দেওয়া হবে।

এত রাতে সংবর্ধনা দেওয়ার কারণ হিসেবে জানা গেছে, আগামীকাল সোমবার (৭ জুলাই) সকালে ভুটানের লীগ খেলতে রওনা দেবেন ঋতুপর্ণা চাকমা ও মনিকা চাকমা। তাই অনেকটা তড়িঘড়ি করে রাতেই সংবর্ধনার দেওয়া হচ্ছে তাদের।

(ঢাকাটাইমস/৬জুলাই/মোআ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দলীয় শৃঙ্খলা ভঙ্গ: এনসিপির যুগ্ম সদস্য সচিব মাহিন সরকারকে বহিষ্কার
তেজগাঁও বিভাগে বিশেষ অভিযান: চিহ্নিত ছিনতাইকারীসহ ৪১ জন গ্রেপ্তার
সিআইডির এসপি ও ডিএমপির পরিদর্শক পরিচয়ে ৬০ লাখ টাকা চাঁদাবাজির চেষ্টা, গ্রেপ্তার দু’জনকে ৫ দিনের রিমান্ড
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘হিন্দু আইন’ নিয়ে দিনব্যাপী সেমিনার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা