শ্রীলঙ্কাকে ১৫৫ রানের টার্গেট দিল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
  প্রকাশিত : ১০ জুলাই ২০২৫, ২১:৪৭
অ- অ+

শ্রীলংকার বিপক্ষে প্রথম টি২০তে ঝড়ো শুরু করেও তেমন বড় হল না বাংলাদেশের সংগ্রহ। দলে বেশ কয়েকজন অলরাউন্ডার থাকলেও টপ অর্ডার ব্যাটাররা বেশ ধীরগতির ব্যাটিং করেছেন। তাতে কোনোরকমে দেড়শ রান ছুঁয়েছে বাংলাদেশ।

যদিও ক্যান্ডির পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আগের ২৬ ম্যাচে ১৫৫ রানের কম করে জয়ের নজির আছে মাত্র একটি। এছাড়া টাই হয়েছে দুটি ম্যাচ। বাংলাদেশকে তাই জয়ের জন্য কঠিন চ্যালেঞ্জই জিততে হবে।

পাল্লেকেলেতে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৫৪ রান করেছে বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ ৩৮ রান করেছেন পারভেজ হোসেন ইমন।

দুই ওপেনার ইমন তানজিদ তামিমের ব্যাটে দারুণ শুরু পেয়েছিল বাংলাদেশ। এক প্রান্তে তামিম কিছুটা ধীরগতির ব্যাটিং করলেও আরেক প্রান্তে দুর্দান্ত ছিলেন ইমন। তামিম ১৬ রান করে ফিরলে ভাঙে ১৬ রানের উদ্বোধনী জুটি।

তিনে নেমে ব্যর্থ লিটন দাস। ১১ বলে রান করেছেন তিনি। পাওয়ার প্লেতে দারুণ ব্যাটিং করা ইমন ভুগেছেন পাওয়ার প্লে শেষে। তাতে ২২ বলে ৩৮ রানে থেমেছেন তিনি।

এরপর মোহাম্মদ নাঈম-তাওহিদ হৃদয়রা উইকেটে থিতু হলেও সুবিধা করতে পারেননি। তাদের ধীরগতির ব্যাটিং বেশ ভুগিয়েছে দলকে। শেষদিকে মেহেদি মিরাজ শামীম হোসেন উইকেটে এসে গিয়ার পরিবর্তনের চেষ্টা করেছেন। তাতে কোনোরকমে দেড়শ পেরিয়েছে বাংলাদেশ।

মিরাজ করেছেন ২৩ বলে ২৯ রান। শামীম করেছেন বলে অপরাজিত ১৪ রান। আর ২৯ বল খেলে ৩২ রানে অপরাজিত ছিলেন নাঈম।

(ঢাকাটাইমস/১০জুলাই/এলকে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দলীয় শৃঙ্খলা ভঙ্গ: এনসিপির যুগ্ম সদস্য সচিব মাহিন সরকারকে বহিষ্কার
তেজগাঁও বিভাগে বিশেষ অভিযান: চিহ্নিত ছিনতাইকারীসহ ৪১ জন গ্রেপ্তার
সিআইডির এসপি ও ডিএমপির পরিদর্শক পরিচয়ে ৬০ লাখ টাকা চাঁদাবাজির চেষ্টা, গ্রেপ্তার দু’জনকে ৫ দিনের রিমান্ড
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘হিন্দু আইন’ নিয়ে দিনব্যাপী সেমিনার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা