১৫ বছরে ১১ ইনজুরি

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৮ নভেম্বর ২০১৬, ১০:০১| আপডেট : ০৮ নভেম্বর ২০১৬, ১১:৪২
অ- অ+

দীর্ঘ ১৫ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে ১১ বার ইনজুরিতে পড়েছেন মাশরাফি বিন মর্তুজা। যেন ইনজুরিই তাঁর ‘চিরশত্রু’। ইনজুরির কারণে ১১ বার দল থেকে বাদ পড়েছেন মাশরাফি আর সাতবার তাকে অস্ত্রোপচারের মুখোমখি হতে হয়েছে তাঁকে।

একবার নয়, দুইবার নয় মোট ১১ বার। যার মধ্যে সাতবার বড় ধরণের ইনজুরিতে পড়েন মাশরাফি৷ বাম হাঁটুতে এখন পর্যন্ত চার বার সার্জন ছুরি চালিয়েছে৷ বাকি থাকেনি ডান হাঁটুটিও৷ সেখানেও ইনজুরি বাসা বেঁধেছিল তিন বার৷ ২০১১ সালে দেশের মাটিতে অনুষ্ঠিত হয়েছিল বিশ্বকাপ। কিন্তু ঘরের মাঠে মাশরাফিকে বিশ্বকাপ খেলতে দেয়নি হাঁটুর চোট।

২০০১ সালের ৮ নভেম্বর লাল-সবুজের জার্সিতে পথচলা শুরু হয় বাংলাদেশ ক্রিকেটের অন্যতম মহানায়ক মাশরাফি বিন মর্তুজার। ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট ক্যাপ মাথায় ওঠে মাশরাফির।

পেসার মাশরাফির মাঠের শুরুটা হয়েছিল ব্যাট হাতে। প্রথম দিন ৪৫ মিনিট ক্রিজে থেকে ২২ বল থেকে করেছিলেন ৮ রান। বৃষ্টির বাগড়ায় ম্যাচটি অমীমাংসিত থেকে যায়। কিন্তু অভিষেকেই মাশরাফি তাঁর জাত চিনিয়েছেন। ১০৬ রানে তুলে নেন ৪টি উইকেট। তাঁর প্রথম শিকার ছিলেন সে সময়কার তারকা ক্রিকেটার গ্র্যান্ট ফ্লাওয়ার।

প্রসঙ্গত, টেস্ট ক্যারিয়ার ৩৬টি ম্যাচ খেলেছেন মাশরাফি। নিয়েছেন ৭৮টি উইকেট। গড় ৪১.৫২, ইকনোমি রেট ৩.২৪ করে। রান করেছেন ৭৯৭। ওয়ানডে খেলেছেন ১৬৬ ম্যাচ। উইকেট শিকার করেছেন ২১৬টি। সেরা বোলিং ফিগার ২৬ রানে ৬ উইকেট। রান করেছেন ১৪৯৫। আর টি-টুয়েন্টিতে ৪৯ ম্যাচ থেকে নিয়েছেন ৩৮টি। রান ৩৬৬।

(ঢাকাটাইমস/৮ নভেম্বর/জেইউএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
১৬ মে থেকে 'দ্বৈত নাগরিকত্ব সনদের' আবেদন শতভাগ অনলাইনে 
গাজীপুরে হাসনাত আব্দুল্লাহর ওপর হামলা, হাতে জখম, গাড়ির কাচ ভাঙচুর
এনআরবিসি ব্যাংকের ২০০তম পর্ষদ সভা অনুষ্ঠিত
পঞ্চগড় সদর বিএনপির সম্মেলন: সভাপতি দাউদ, সম্পাদক বাবু
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা