হিলারিকে নিয়ে ট্রাম্পের নতুন অঙ্গীকার

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২২ নভেম্বর ২০১৬, ২২:৪৬| আপডেট : ২৩ নভেম্বর ২০১৬, ১৪:৫৫
অ- অ+

যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হিলারির ই-মেইল নিয়ে আর ঘাঁটাঘাটি না করার অঙ্গীকার করছেন। মঙ্গলবার ট্রাম্পের জ্যেষ্ঠ উপদেষ্টা কেলিঅ্যানি কনওয়ে বলেছেন, ট্রাম্প তার নির্বাচনী প্রতিদ্বন্দ্বী হিলারির ই-মেইল বা দাতব্য প্রতিষ্ঠান নিয়ে কোনো তদন্ত করবেন না।

নির্বাচনী প্রচারাভিযানের সময় ট্রাম্প বলেছিলেন, হিলারি ক্লিনটন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের সময় নিজের ব্যক্তিগত ই-মেইল সার্ভার ব্যাবহার করে যে গোপন তথ্য চালাচালি করেছেন তা তদন্তের জন্য বিশেষ কৌঁসুলি নিয়োগ দেবেন। তাছাড়া, দোষী প্রমাণিত হলে হিলারিকে কারাগারে পাঠানোর কথাও বলেছিলেন তিনি। তবে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর ট্রাম্প তার অবস্থান থেকে সরে আসার কথা জানালেন। খবর দ্য ইন্ডিপেনডেন্টের।

কনওয়ে এমএসএনবিসিকে বলেন, ‘আমি মনে করি যখন প্রেসিডেন্ট নির্বাচিত হয় তাকে দলীয় প্রধানের দায়িত্বও পালন করতে হয়। ট্রাম্প প্রেসিডেন্টের দায়িত্ব নেয়ার পরও এই বিষয়ে আর কোনো অভিযোগ আনবেন না।’

কনওয়ে বলেন, ক্লিনটন পপুলার ভোটে ট্রাম্পের চেয়ে ১৫ লাখের বেশি ভোট পেয়েছেন। তবে অধিকাংশ আমেরিকান হিলারিকে সৎ বা বিশ্বস্ত মনে করে না। হিলারিকে এই বিষয়টির মুখোমুখি এখনো হতে হচ্ছে। ট্রাম্প তাকে সাহায্য করতে চান। সম্ভবত এটিই করার মতো ভালো কিছু।’

‘দেখুন আমি মনে করি, ট্রাম্প বিভিন্ন বিষয় নিয়ে চিন্তাভাবনা করেছেন। তিনি আমেরিকার প্রেসিডেন্ট হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন। নির্বাচনী প্রচারের বিষয়গুলো নিয়ে পড়ে থাকতে চান না।’

(ঢাকাটাইমস/২২নভেম্বর/এসআই/এআর /ঘ.)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আশুলিয়ায় গণহত্যা ও ছয় লাশ পোড়ানো মামলায় ১৬ জনকে আসামি করে ট্রাইব্যুনালে অভিযোগপত্র
উন্নয়ন কর্মকাণ্ডে তরুণদের সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে সরকার: রাবাতে আসিফ মাহমুদ
হজব্রত শেষে দেশে ফিরেছেন ৬৩ হাজার ১৮৮ হাজি
৭ জেলায় দুপুরের মধ্যে ৬০ কিমি বেগে ঝড় ও বজ্রবৃষ্টির পূর্বাভাস
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা