‘টানা তিন ম্যাচ জিতে চাঙা আছি’

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২২ নভেম্বর ২০১৬, ২৩:৪৭
অ- অ+

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চলতি আসরে টানা চারটি ম্যাচ হারার পর টানা তিনটি ম্যাচ জিতেছে তামিম ইকবালের দল চিটাগং ভাইকিংস। ফলে, পয়েন্ট টেবিলে তার দলও সেরা চারে অবস্থান করছে। লিগ পর্বে দলটির এখনও চারটি ম্যাচ বাকি রয়েছে।

মঙ্গলবার চট্টগ্রাম পর্বের শেষ ম্যাচে মুশফিকুর রহিমের দল বরিশাল বুলসকে ৭৮ রানে হারিয়েছে চিটাগং ভাইকিংস। এদিন জয়ের পর সংবাদ সম্মেলনে দলটির উইকেটরক্ষক ব্যাটসম্যান এনামুল হক বিজয় বলেন, টানা চার ম্যাচ হারার পর হতাশ ছিলাম। কিন্তু এরপর টানা তিনটি ম্যাচ জিতে চাঙা আছি। আসলে ম্যাচ জিতেলে ছোট দলও চাঙা হয়ে যায়। আবার ম্যাচ হারলে বড় দলও বিড়ালের মতো হয়ে যায়।

গত ৮ নভেম্বর টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে জয় পেয়ে বিপিএল মিশন শুরু করে চিটাগং ভাইকিংস। কিন্তু এরপর টানা চার ম্যাচ হারে তারা। ঢাকায় প্রথম পর্বে খারাপ করলেও চট্টগ্রামে দলটির ব্যাটসম্যান ও বোলাররা দারুণ পারফরম্যান্স করছেন। ফলে, দলও জয়ের মধ্যে রয়েছে।

এখন পর্যন্ত আটটি ম্যাচ খেলে চারটিতে জয় পেয়ে পয়েন্ট টেবিলে চতুর্থ অবস্থানে আছে চিটাগং ভাইকিংস। লিগ পর্বে এখনও তাদের চারটি ম্যাচ বাকি। লিগ পর্বে প্রত্যেকটি দল ১২টি করে ম্যাচ খেলবে। এরপর যারা পয়েন্ট টেবিলে সেরা চারে থাকবে তারা পরবর্তী পর্বে খেলবে।

(ঢাকাটাইমস/২২ নভেম্বর/এসইউএল)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
শেখ হাসিনাকে দেশে ফেরানোর বিষয়ে আইনি প্রক্রিয়ায় কাজ করছে ইন্টারপোল: স্বরাষ্ট্র উপদেষ্টা
পাক সেনাপ্রধানকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর ফোন, উত্তেজনা কমানোর উপায় খুঁজতে দুপক্ষকে আহ্বান
আ.লীগ নিষিদ্ধসহ তিন দফা দাবি: শাহবাগে দ্বিতীয় দিনের মতো চলছে বিক্ষোভ
পাকিস্তানের গোলাবর্ষণে ভারতীয় কর্মকর্তার মৃত্যু
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা