ডাক বিভাগের সেলফি মেশিন

স্মার্টফোনে প্রতিদিন অজস্র সেলফি তোলা হয়। কিন্তু যাদের স্মার্টফোন নেই তারা কীভাবে সেলফি তুলবেন? কিংবা দরকারী কাজে হঠাৎ প্রয়োজন হলো পাসপোর্ট কিংবা স্ট্যাম্প সাইজ ছবির। আশেপাশে নেই কোনো স্টুডিও। এখন উপায়?এই সমস্যার সমাধানে এগিয়ে এলো বাংলাদেশ ডাক বিভাগে। এখন থেকে পোস্ট অফিসে থাকবে ভিউকার্ড মেশিন। এই মেশিনে সেলফি কিংবা দরকারী ছবি তুলে তা তাৎক্ষনিকভাবে প্রিন্ট দেয়া যাবে। এজন্য খরচ হবে মাত্র বিশ টাকা।
আজ রাজধানীর বাংলাদেশ পোস্ট বক্স (জিপিও) কার্যালয়ে এই মেশিনের উদ্বোধন করেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা তালিম। এ সময় তিনি বলেন, ‘সেলফির ডাক বিভাগীয় সংস্করণ ভিউ কার্ড মেশিন। শহর এবং গ্রাম-গঞ্জের পোস্ট অফিসে এই মেশিন স্থাপন করা হবে। ফলে যখনই প্রয়োজন পড়বে তখনই ছবি তুলে তা প্রিন্ট দেয়া যাবে।
তারানা হালিম জানান, পাইলট প্রকল্প হিসেবে জিপিওতে এই মেশিন চালু করা হয়েছে। শিগগিরই বিভাগীয়, জেলা এবং উপজেলা পর্যায়ে এই মেশিন স্থাপন করা হবে।
এই মেশিনে ছবি তুলে তা প্রিন্ট দেয়ার পাশাপাশি ভিউকার্ডও প্রিন্ট দেয়া যাবে।
(ঢাকাটাইমস/২৯ডিসেম্বর/এজেড)

মন্তব্য করুন