বৃষ্টিতে ভেসেই গেল বাংলাদেশের ‘সুযোগ’

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২২ জানুয়ারি ২০১৭, ০৯:১৬| আপডেট : ২২ জানুয়ারি ২০১৭, ০৯:৩২
অ- অ+

দ্বিতীয় টেস্টের জন্য ‘গুরুত্বপূর্ণ’ হয়ে দাঁড়িয়েছিল আজকের এই তৃতীয় দিন। গতকাল শেষ বিকেলে সাকিব তিন উইকেট তুলে নেয়ায় ম্যাচে ফিরে ‘সুযোগে’র স্বপ্ন দেখছিল বাংলাদেশ। সব সুযোগ চলে গেলে বৃষ্টির পেটে। টানা বৃষ্টিপাতের জন্য দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে।

দুই দিনের খেলা শেষে কিউইদের চেয়ে ২৯ রানে এগিয়ে আছে বাংলাদেশ।

প্রথম ইনিংসে বাংলাদেশের দেয়া ২৮৯ রানের জবাবে ৭ উইকেটে ২৬০ রান করে দ্বিতীয় দিন শেষ করে নিউজিল্যান্ড।

গতকালের ম্যাচ রিপোর্ট পড়তে পাশের লিংকে ক্লিক করুন: বোলারদের দাপটে লিডের স্বপ্ন

গতকাল সংবাদ সম্মেলনে তাসকিন এসেও বলেন, ‘তৃতীয় দিন সকালে দ্রুত তিনটি উইকেট নিতে পারলে আমাদের জয়ের সুযোগ থাকবে।’

তাসকিনরা সেই সুযোগ লুফে নিতে অনেক আগে মাঠে চলে আসেন। কিন্তু বৃষ্টিতে ড্রেসিংরুমেই বেকার বসে থাকতে হয়।

শনিবার রাত থেকেই ঝির ঝির বৃষ্টি শুরু হয় ক্রাইস্টচার্চে। স্থানীয় সময় দুপুর পৌনে ১২টার (বাংলাদেশ সময় ভোর পৌনে ৫টা) দিকে বৃষ্টির তেজ অনেকটাই কমে আসে। তবে খেলা শুরু করার সুযোগ ছিল না।

দুপুর সাড়ে বারোটার দিকে ঝুম বৃষ্টি শুরু হলে দিনের খেলা শঙ্কায় পড়ে যায়। শেষ পর্যন্ত বিকেল চারটা নাগাদ আম্পায়াররা খেলা পরিত্যক্ত ঘোষণার সিদ্ধান্ত নেন।

(ঢাকাটাইমস/২২জানুয়ারি/এএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ফজলুর রহমানের মন্তব্য সরকারের অবস্থান নয়: পররাষ্ট্র মন্ত্রণালয়
মিয়ানমারে পাচারকালে ৬০০ বস্তা সারসহ আটক ১০
সমাবেশ মঞ্চে নামাজ আদায় এনসিপি নেতাদের
সিরাজগঞ্জে মিনি আয়নাঘরের সন্ধান 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা