খোলামেলা হতে আপত্তি নেই পাওলির

চরিত্রের প্রয়োজনের খোলামেলা হতে আপত্তি নেই বলে জানিয়েছে ভারতীয় বাঙালি অভিনেত্রী পাওলি দাম। তিনি বলেন, ‘একজন নায়িকাকে খোলামেলা দৃশ্য করতে হতেই পারে’। সম্প্রতি কলকাতার একটি সংবাদ মাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।
পাওলি বলেন, অনেকে মনে করেন নায়িকাদের কোনো ইমেজ থাকতে নেই। আমিও একমত। চরিত্রের প্রয়োজনে তাকে যেকোনো দৃশ্যে অভিনয় করতে হবে। চরিত্রের প্রয়োজনে আমি প্রত্যেকবার নিজেকে ভেঙ্গেছি।’
পাওলি জানান, এবছর তিন নতুন লুকে দর্শকদের সামনে হাজির হচ্ছেন। যে লুকে আগে কেউ তাকে দেখেননি।
পাওলি দাম কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে রসায়নে স্নাতকোত্তর ডিগ্রী অর্জন করেন। অভিনয়ে পদার্পন করেন কৈশোরে। প্রথম দিকে তেমন সাড়া ফেলেননি চলচ্চিত্র শিল্পে।
পাওলির জীবনের এক নতুন মোড় আসে সমরেশ মজুমদারের উপন্যাস কালবেলা নিয়ে নির্মিত চলচ্চিত্রে নায়িকা মাধবীলতার ভুমিকায় অভিনয়ের পর। কালবেলা ছবিটি তাকে জনপ্রিয়তার শিখরে পৌঁছে দেয়। এরপর তিনি একাধিক ছবিতে নানা চরিত্রে অভিনয় করেন।
(ঢাকাটাইমস/২৮জানুয়ারি/এজেড)

মন্তব্য করুন