মিরাজের প্রথম বলেই বোল্ড থারাঙ্গা

সাতসকালে থারাঙ্গাকে বিদায় করলেন মেহেদী হাসান মিরাজ। দিনের দ্বিতীয় ওভারে তাঁর হাতে বল তুলে দেন দলনেতা মুশফিকুর রহিম।
হতাশ করেননি মিরাজ। প্রথম বলেই দুর্দান্ত এক ডেলিভারিতে তুলে নেন উপল থারাঙ্গার উইকেট। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১ উইকেটে ৬১ রান শ্রীলঙ্কার।
এর আগে সাকিবের ১১৬, মোসাদ্দেকের ৭৫ আর মুশফিকের ৫২ রানের সুবাদে লঙ্কানদের বিপক্ষে প্রথম ইনিংসে ৪৬৭ রান সংগ্রহ করে বাংলাদেশ। শ্রীলঙ্কান হয়ে বল হাতে ৪টি করে উইকেট নেন হেরাথ এবং সানদাকান।
দিনেশ চান্দিমালের ১৩৮ রানে ভর করে প্রথম ইনিংসে ৩৩৮ রান সংগ্রহ করেছিল শ্রীলঙ্কা। চান্দিমাল ছাড়াও শেষ দিকে লাকমালের ক্যারিয়ার সেরা ৩৫ রান লঙ্কানদের লড়াকু পুঁজি গড়তে অবদান রাখে।
গল টেস্টে রঙ্গনা হেরাথের বোলিং তোপে বাংলাদেশকে ২৫৯ রানের বিশাল ব্যবধানে হারাল শীলঙ্কা। সে ম্যাচে হেরাথ একাই ৬টি উইকেট শিকার করেছেন। ফলে দুই ম্যাচ টেস্ট সিরিজে এখন ১-০ ব্যবধানে পিছিয়ে রয়েছে বাংলাদেশ।
(ঢাকাটাইমস/১৮মার্চ/জেইউএম)

মন্তব্য করুন