‘সুপারম্যান’ সাব্বিরের সুপার পজিশন

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৭ মার্চ ২০১৭, ১১:১৭| আপডেট : ২৭ মার্চ ২০১৭, ১১:৩৩
অ- অ+
ছবি: তিনেই পারফেক্ট সাব্বির।

বাংলাদেশ দলের তিন নম্বর পজিশনে কোনো ব্যাটসম্যানকেই শতভাগ সেট করতে পারেনি টিম ম্যানেজমেন্ট। বিভিন্ন সময়ে বেশ কয়েকজন খেলোয়াড়কে ঘুরিয়ে ফিরিয়ে তিনে ব্যাটিং করানো হয়। তাতে খুব একটা সাফল্য আসেনি।

শেষমেশ সেই জায়গাটা পেয়ে ভালোই আলো ছড়াচ্ছেন জাতীয় দলের সুপারম্যান খ্যাত সাব্বির রহমান। পজিশন পাল্টানোর পর সাব্বিরের ব্যাটিংয়ে এসেছে নৈপুণ্য। বেড়েছে রান তোলার গড়।

সাব্বিরের সবশেষ ইনিংসগুলো দেখে তেমন সুবাস নেয়া যায়। সাব্বিরের গেল চার ইনিংস--৪১, ৪২, ৭২, এবং ৫৪। যেখানে ব্যাট হাতে মোট ২০৯ রান করেছেন সাব্বির। ব্যাটিং গড়-৫২.২৫। এমন পরিসংখ্যান দেখে বলাই যায়, তিনেই পারফেক্ট সাব্বির।

কেবল ব্যাট হাতেই নয়। ফিল্ডিংয়েও বেশ নামডাক রয়েছে সাব্বিরের। ২২ গজে তাঁর ফিল্ডিং দেখে অনেকেই মুগ্ধ হয়েছেন। নিজেকে ফিট রাখতে রুটিনের বাইরে নিয়মিত জিম করেন সাব্বির। ফলে তাঁর ফিটনেস নিয়ে প্রশ্ন তোলারও কোনো সুযোগ নেই।

২০১৪ সালে একদিনের ক্রিকেটে অভিষেক হয় সাব্বিরের। এখন পর্যন্ত ৩৩ ওয়ানডে ম্যাচ থেকে ৭৫০ রান করেছেন তিনি। যার মধ্যে ৪টি অর্ধশতকও রয়েছে। সর্বোচ্চ সংগ্রহ ৬৫।

এছাড়া টি-টোয়েন্টিতে রীতিমত দাপট দেখাচ্ছেন এই মিডল অর্ডার ব্যাটসম্যান। ২৯ ম্যাচ খেলে ঝুলিতে পুরেছেন ৬৮৬ রান। সর্বোচ্চ ৮০ রান। রয়েছে ৩টি অর্ধশতক। স্ট্রাইক রেট ১২১.৪১।

সবশেষ ইংল্যান্ডের বিপক্ষে সাদা পোশাকের জার্সি গায়ে ওঠে সাব্বিরের। এরপর টেস্টে ৬টি ম্যাচ খেলা হয়ে গেছে তাঁর। রান সংখ্যা ৩৩০। সর্বোচ্চ রান অপরাজিত ৬৪। রয়েছে ৩টি অর্ধশতক। ব্যাটিং গড় ৩৩।

(ঢাকাটাইমস/২৭মার্চ/জেইউএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আগারগাঁওয়ে অপহৃত চার কিশোরকে উদ্ধার করে পরিবারের কাছে পৌঁছে দিল সেনাবাহিনী
মিনিস্টার ফ্রিজ কিনুন, হাম্বা জিতুন সিজন-০২
শ্রীপুরে মাদকাসক্ত ছেলেকে গলাকেটে হত্যার পর থানায় আত্মসমর্পণ বাবার 
বোয়ালমারীতে জ্বালানি তেল পরিমাপে কম দেওয়ায় ফিলিং স্টেশন সিলগালা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা