জোড়া ধাক্কা, তামিমের পর সাজঘরে সাব্বির

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০১ এপ্রিল ২০১৭, ১৫:৩২
অ- অ+

জোড়া আঘাত বাংলাদেশ ব্যাটিংয়ে। তামিম ইকবালের (৪) পর আউট হয়ে গেছেন সাব্বির রহমান (০)।১০ রানে নেই ২ উইকেট। কলম্বোতে শেষ ওয়ানডেতে বিপদে বাংলাদেশ।

সামনে বড় রানের টার্গেট। দরকার ছিল ওপেনিং জুটির ঝড়। বিশেষ করে তামিমের দিকে তাকিয়ে ছিল দল।কিন্তু এদিন ব্যর্থ তামিম। হতাশ করে প্রথম ওভারই ফিরেছেন কুলাসেকারার হাতে কট অ্যান্ড বোল্ড হয়ে।

৫ বল মোকাবেলায় ৪ রান করেছেন তামিম। এই চার এসেছে ভাগ্য জোরেই। মারতে গিয়ে স্লেপে ক্যাচ তুলে দিয়েছিলেন। তবে সেই ক্যাচটা পড়ে প্রথম ও দ্বিতীয় স্লিপের মাঝ খানে। এ যাত্রায় ভাগ্য ভালো ছিল তামিমের। তবে সেটা বেশিক্ষণ স্থায়ী হয়নি।

ওভারের শেষে বলটি ঠিকমত খেলতে পারেননি তামিম। বোলার কুলাসেকারাকে তুলে দেন ক্যাচ। সেটা ধরতে ভুল হয়নি তার।

তামিমের পরপরই কোনো রান না করে বিদায় নেন সাব্বির রহমান।কুলাসেকারার বলে লাকমালের হাতে ধরা পড়েন সাব্বির। এরআগে প্রথমে ব্যাট করে ৯ উইকটে ২৮০ রান তুলে শ্রীলঙ্কা।

(ঢাকাটাইমস/১এপ্রিল/ডিএইচ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সরকারি অনুদান পাচ্ছে ৩২ চলচ্চিত্র, তালিকা প্রকাশ
ঢাকায় সৌদি আরবের নতুন রাষ্ট্রদূত
মগবাজারে হোটেলে তিনজনের মৃত্যুর ঘটনায় মামলা, কেয়ারটেকার গ্রেপ্তার
যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ৫৬ বন্দির সাজা মওকুফ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা