জোড়া ধাক্কা, তামিমের পর সাজঘরে সাব্বির

জোড়া আঘাত বাংলাদেশ ব্যাটিংয়ে। তামিম ইকবালের (৪) পর আউট হয়ে গেছেন সাব্বির রহমান (০)।১০ রানে নেই ২ উইকেট। কলম্বোতে শেষ ওয়ানডেতে বিপদে বাংলাদেশ।
সামনে বড় রানের টার্গেট। দরকার ছিল ওপেনিং জুটির ঝড়। বিশেষ করে তামিমের দিকে তাকিয়ে ছিল দল।কিন্তু এদিন ব্যর্থ তামিম। হতাশ করে প্রথম ওভারই ফিরেছেন কুলাসেকারার হাতে কট অ্যান্ড বোল্ড হয়ে।
৫ বল মোকাবেলায় ৪ রান করেছেন তামিম। এই চার এসেছে ভাগ্য জোরেই। মারতে গিয়ে স্লেপে ক্যাচ তুলে দিয়েছিলেন। তবে সেই ক্যাচটা পড়ে প্রথম ও দ্বিতীয় স্লিপের মাঝ খানে। এ যাত্রায় ভাগ্য ভালো ছিল তামিমের। তবে সেটা বেশিক্ষণ স্থায়ী হয়নি।
ওভারের শেষে বলটি ঠিকমত খেলতে পারেননি তামিম। বোলার কুলাসেকারাকে তুলে দেন ক্যাচ। সেটা ধরতে ভুল হয়নি তার।
তামিমের পরপরই কোনো রান না করে বিদায় নেন সাব্বির রহমান।কুলাসেকারার বলে লাকমালের হাতে ধরা পড়েন সাব্বির। এরআগে প্রথমে ব্যাট করে ৯ উইকটে ২৮০ রান তুলে শ্রীলঙ্কা।
(ঢাকাটাইমস/১এপ্রিল/ডিএইচ)

মন্তব্য করুন