শাকিবকে বাস্তবে নায়কের ভূমিকায় দেখতে চাই

আমি মাঝেমধ্যে হলে গিয়ে সিনেমা দেখি। তাই বাংলা সিনেমার জনপ্রিয় নায়ক শাকিব খান অভিনীত দুটো সিনেমা ‘পূর্ণদের্ঘ্য প্রেম কাহিনী ’ও ‘এক টাকার দেনমোহর ’ আমার দেখা হয়েছে। সিনেমা দেখার আগে টিভিতে শাকিবের সাক্ষাৎকার দেখেছি কিন্তু খুব বেশি ভাল লাগেনি। কিন্তু সিনেমা হলে দেখে মনে হয়েছে, বাংলা সিনেমার একজন সুদর্শন নায়কই বটে সে। অভিনয়ও মন্দ লাগেনি।
শাকিব খান এই নামটির সাথে নায়িকা অপু বিশ্বাস নামটি চলে আসেই কারণ সিনেমায় দুজন জনপ্রিয় অভিনয় শিল্পী। বেশকয়েকটি সিনেমায় অভিনয় করার পর আমরা নিজেরাই তাদের কে জুটি হিসেবে দেখতে পছন্দ করি। এটা কোন নতুন বিষয় নয়। সেই রাজ্জাক-কবরী থেকে শুরু করে হালের নায়ক নায়িকা যারা আছেন তাদের বেলাতেও জুটিপ্রথা চলে আসছে। এর কারণ হয়ত তাদের অভিনয়ের কেমিস্ট্রি আমাদের দর্শকদের টানে।
দুজন নায়ক-নায়িকাকে একসাথে আমরা যেমন দেখতে পছন্দ করি তেমনি তাদেরও কাজের সূত্রে অনেকটা সময় থাকার ফলে সর্ম্পকের সৃষ্টি হয়। আর এটা হওয়া খুবই স্বাভাবিক। সেই সর্ম্পকটা অনেক সময় অনেক দূর এগিয়েও যায়। কিন্তু আমি ভেবে পাই না তখন কেন তারা ( বিশেষত ফিল্ম ইন্ডাস্ট্রিতে ) সর্ম্পকের লুকোচাপায় ব্যস্ত হয়ে পরেন ?
তবে এবার জানলাম শাকিবের ক্যারিয়ারের স্বার্থেই নাকি অপু এতবছর ধরে তাদের সর্ম্পকের কথা গোপন রেখেছেন। প্রথমত আমি বুঝিনা বৈবাহিক সর্ম্পক কেমন করে একজন নায়কের ক্যারিয়ারে ক্ষতি আনে ? তাহলে শাহরুখ খান (প্রায় ২০ বছরের উপর বিবাহিত) এখনও কিভাবে বলিউড বাদশাহ থাকেন! আর প্রেম-বিয়ে সর্ম্পকগুলো কি তবে এতই ঠুনকো রূপালি জগতের মানুষের কাছে ? সর্ম্পকের পরিণতির কথা কি তারা না ভেবেই এতটা অগ্রসর হয়ে যান ? তবে কি অভিনয় করতে করতে তারা একপর্যায়ে তাদের জীবনেও অভিনয় শুরু করেন ? অপু – শাকিব দুজননেই এডাল্ট এবং বুদ্ধিমান বলেই আমার বিশ্বাস (কারণ ফিল্ম ইন্ড্রাস্ট্রিত বুদ্ধিমান না হলে টেকা বড় দায় বোধ করি)। তাহলে এতটা দায়িত্বহীনভাবে সর্ম্পকের মত গুরুত্বপূর্ণ বিষয়টাকে ঠুনকো কিছু যুক্তি দিয়ে এতটা হেলাফেলা করল কিভাবে?
অপুর যে সাক্ষাৎকার আমরা টিভিতে দেখেছি তার কোন কথা মিথ্যা মনে হয়নি আমাদের কাছে। সে দরিদ্র- অপরিচিত- সাধারণ কোন মহিলা নন যে তার শাকিবকে না পেলে পথে বসতে হবে। কিন্তু প্রশ্ন হল তাকে কেন এ বিষয়ে টিভি পর্দায় আসতে হবে ? শাকিবের মত একজন তারকার বিরুদ্ধে আজ কেন তারই ফ্যানরা মামলা করতে বলবে ? আজ যদি ঘটনাটা সিনেমায় হত আর সে সিনেমার নায়ক হতেন শাকিব খান – তখন নিশ্চয়ই আমরা দেখতাম তিনি সব বাঁধা পেরিয়ে প্রতিপক্ষকে মেরেকেটে অপুকে নিজের করে নিতেন, অপুকে দিতেন সবার মাঝে স্বীকৃতি –আর সব দোষ তুলে নিতেন নিজের কাধে, তাইনা ?
আসলে রূপালি জগতের যারা তাদেরকে আমরা অন্য চোখেই দেখি। তাইতো তাদেরকে আমরা বলি স্টার। তারা সেলিব্রেটি। তাদের মত হতে চাইবে তাদের গ্রাম-গঞ্জের ফ্যানরা। তাদের মুখ থেকে বেড়িয়ে আসা নোংরা কথাগুলো যে ফ্যানরা শুনতে চায় না। তাহলে যে পর্দার নায়কের সাথে বাস্তব মিল খায় না।
আমরা আসলে সিনেমার সে শাকিবকেই এবার বাস্তবে নায়কের ভূমিকায় দেখার অপেক্ষায় আছি।
মৌলি আজাদ : লেখক

মন্তব্য করুন