‘আমার ভাইদের হত্যা করেছি’

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৩ এপ্রিল ২০১৭, ১২:০০| আপডেট : ১৩ এপ্রিল ২০১৭, ১২:১০
অ- অ+

ফিলিপাইনের দাভাও শহরের মেয়র ছিলেন বর্তমান প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তে। তখন তিনি মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিলেন। যেমনটি তিনি করেছেন প্রেসিডেন্টের হওয়ার পরেও। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো ইতোমধ্যেই বহু মানুষকে হত্যার অভিযোগ এনেছে।

দাভাওয়ের সাবেক পুলিশ কর্মকর্তা অর্তুরো ল্যাসক্যানাস ছিলেন দুতার্তের ডেথ স্কোয়াডের একজন সদস্য। বিবিসিকে দেয়া এক সাক্ষাতকারে ল্যাসক্যানাস বলছেন তিনি নিজেই দুশোর বেশি মানুষকে হত্যা করেছেন।

তিনি বলেন, ‘ডেথ স্কোয়াডের সদস্য হিসেবে আমি তখনকার দাভাও শহরের মেয়র রদ্রিগো দুতার্তের আদেশে কাজ করেছি।’

তিনি বলেন দুতার্তের নির্দেশ দিলো ব্যবস্থা নেয়ার । এরপর তারা পিস্তল ও মাদক রেখে দিতেন যাতে মনে করা হত তাদের অ্যাকশনটা ঠিকই হয়েছে এবং যাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে তারা প্রতিরোধের চেষ্টা করেছিল।

‘আমি নিজে পরোক্ষভাবে আমার দুই ভাইয়ের হত্যার জন্য দায়ী।’

তিনি বলেন, ‘আমার দুই ভাই অবৈধ মাদক ব্যবসায়ের জড়িত ছিল। আমার আপন দুই ভাই। অন্ধ আনুগত্য, অন্ধ বিশ্বাসের জন্য এটা করেছি।’

দুতার্তে এখন ফিলিপাইনের প্রেসিডেন্ট হিসেবেও মাদকের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাচ্ছেন। আর এ যুদ্ধে ইতিমধ্যেই প্রাণ হারিয়েছে হাজারের বেশি মানুষ।

ল্যাসক্যানাস বলেছেন, তাদের কোন ঈশ্বরের ভয় ছিল না। কিন্তু এখন মৃত্যুর ভয় হচ্ছে।

সরকার অবশ্য এসব অভিযোগকে অস্বীকার করছে এবং বলছে এসব কিছুই রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। তবে রদ্রিগো দুতার্তেকে নিয়ে এসব বলার পর থেকে পালিয়ে আছেন ল্যাসক্যানাস, তাকে সুরক্ষা দিচ্ছে একটি ক্যাথলিক চার্চ।

একসময় হত্যাকাণ্ডগুলোর বিরুদ্ধে চুপ থেকে সমালোচিত হওয়া চার্চের বিশপও এখন সরব হয়েছেন। তিনি স্পষ্ট করেই বলছেন সমস্যা সমাধানের এটি কোনো পথ হতে পারে না। তার এ বক্তব্যও ভালোভাবে নেননি প্রেসিডেন্ট দুতার্তে।

(ঢাকাটাইমস/১৩এপ্রিল/এসআই)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পাকিস্তানে ভারতের হামলায় নিহতের সংখ্যা কত? যা জানালো সেনাবাহিনী
ভারতীয় সেনারা সীমান্তে ‘সাদা পতাকা’ উড়িয়ে পালালো
কুবির বিজয়-২৪ হলে মাদকবিরোধী অভিযানে মাদকদ্রব্য উদ্ধার
ভারত-পাকিস্তান যুদ্ধে দাম কমে গেল ভারতীয় রুপির
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা