১ রানে জিতে হ্যাটট্রিক শিরোপা মুম্বাইয়ের

ক্রীড়া প্রতিবেদক,ঢাকাটাইমস
  প্রকাশিত : ২২ মে ২০১৭, ০৮:০৪| আপডেট : ২২ মে ২০১৭, ১০:৩৯
অ- অ+

রুদ্ধশ্বাস লড়াইয়ে পুনের স্বপ্নভঙ্গ করে শিরোপার হ্যটট্রিক করল মুম্বাই ইন্ডিয়ানস। ২০১৩, ২০১৫ এবং ২০১৭৷ শেষ পাঁচ বছরে তিনবারই আম্বানির দলকে মুকুট উপহার দিলেন রোহিত শর্মা। পাশাপাশি আইপিএল এর প্রথম দল হিসেবে তিনবার খেতাব জিতল মুম্বাই।

আগে ব্যাট করে ১২৯ রান সংগ্রহ করে মুম্বাই। দলের পক্ষে সর্বোচ্চ ৪৭ রান করেন কুনাল পাণ্ডে। এছাড়া ২৪ রান করেন রহিত শর্মা, হার্দিক পাণ্ডে ১০, জনসন ১৩, রাইডু ১২ রান ছাড়া আর কেউই দুই অঙ্কের ঘর স্পর্শ করতে পারেনি।

পুনের হয়ে এদিন বল হাতে ২টি করে উইকেট শিকার করেন জয়দেব, জাম্পা এবং ড্যানিয়েল। এ তিনজন ছাড়াও হাত ঘুরান আরও তিন বোলার। কিন্তু তারা উইকেটের দেখো পাননি।

মামুলি টার্গেট। তবুও হতাশ করেন পুনে। ১৭ রানের মাথায় ওপেনার রাহল বিদায় নেন। রাহানে আর স্মিথ দলের দায়িত্ব কাঁধে নিয়ে এগোতে থাকেন। কিন্তু ব্যক্তিগত ৪৪ রান করে সাজঘরে ফিরে যান রাহানে।

এরপরেই আত্মঘাতীর মিছিলে যোগ দেয় পুনের ব্যাটসম্যানরা। এক পাশ থেকে খানিকটা সময় দলের হাল ধরে রাখেন স্মিথ। তাতে অবশ্য লাভ হয়নি। একটা সময় তাকেও ফিরতে হয়। ৫১ রানে তাকে থামান জনসন।

মুম্বাইয়ের হয়ে বল হাতে একাই তিন উইকেট ঝুলিতে পুরেছেন জনসন। বুমরাহ নিয়েছেন ২টি উইকেট। উইকেট নিতে পারেননি মালিঙ্গা। ৪ ওভারে ২১ রান খরচ করেছেন এই লঙ্কান।

(ঢাকাটাইমস/২২মে/জেইউএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পুরানা পল্টনে সাব্বির টাওয়ারের আগুন নিভল
এক দিন পিছিয়ে মঙ্গলবার দেশে ফিরছেন খালেদা জিয়া
শেখ হাসিনার অপকর্মের খবর রাখতেন বলেই সাগর-রুনিকে হত্যা করা হয়েছে: সালাম আজাদ
আল্লামা সুলতান যওক নদভীর ইন্তেকালে জামায়াত আমিরের শোক
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা