তথ্য না দেয়ার মামলায় তাহমিদের বিরুদ্ধে রায় ৬ এপ্রিল

আদালত প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২০ মার্চ ২০১৭, ১৮:০১

কানাডার টরেন্টো বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তাহমিদ হাসিব খানের বিরুদ্ধে গুলশানের হলি আর্টিজানে হামলা সম্পর্কে তথ্য না দেয়ার মামলায় আগামী ৬ এপ্রিল রায় দেবে আদালত।

মামলাটির যুক্তিতর্কের শুনানি শেষে সোমবার ঢাকা মহানগর হাকিম মাহমুদুল হাসান রায়ের এ তারিখ ঠিক করেন।

মামলায় বলা হয়, গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁয় ২০১৬ সালের ১ জুলাই রাতে জঙ্গিরা হামলা চালায়। ওই সময় তারা তিন বাংলাদেশিসহ ২০ জন জিম্মিকে ধারালো অস্ত্র দিয়ে হত্যা করে। পরদিন অপারেশন থান্ডারবোল্ড চালানো হয়। এতে পাঁচজন জঙ্গি নিহত হয়। অভিযানে এক জাপানি ও দুজন শ্রীলঙ্কানসহ ১৩ জনকে জীবিত উদ্ধার করা হয়। ওই ঘটনায় তাহমিদ হাসিব খানকে ওই বছর ১০ জুলাই ও ২১ জুলাই কাউন্টার টেররিজম ইউনিট নোটিশ প্রদান করে মামলার ঘটনার বিষয়ে তথ্য প্রদান করতে বলে। কিন্তু আসামি তাহমিদ নোটিশের কোনো জবাব না দেয়া এবং কাউন্টার টেররিজম ইউনিটের সামনে হাজির না হওয়ায় দণ্ডবিধির ১৭৬ ধারায় সরকারি কর্মচারীকে তথ্য প্রদান না করার অভিযোগে এই প্রসিকিউশন দাখিল করেন।

২০১৬ সালের ৩ আগস্ট হলি আর্টিজানে হামলার ঘটনায় সন্দেহভাজন হিসেবে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় গ্রেপ্তার হয় এই তাহমিদ। পরে দুই দফা ১৪ দিনের রিমান্ড মঞ্জুর হয়। কিন্তু জড়িত থাকার বিষয়ে অভিযোগ প্রমাণিত না হওয়ায় কাউন্টার টেররিজম ইউনিটের পুলিশ ইন্সপেক্টর হুমায়ুন কবির তাকে ৫৪ ধারা থেকে অব্যাহাতির আবেদন করেন। ওই আবেদন অনুযায়ী ২০১৬ সালের ৫ অক্টোবর আদালত তাকে অব্যহতি দেন। এর আগে ওই বছর ২ অক্টোবর তিনি জামিন পান।

(ঢাকাটাইমস/২০মার্চ/আরজেড/জেবি)

সংবাদটি শেয়ার করুন

আদালত বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আদালত এর সর্বশেষ

সাবেক অ্যাটর্নি জেনারেল এ জে মোহাম্মদ আলী আর নেই

লভ্যাংশের টাকা আত্মসাৎ মামলা: ড. ইউনূসের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ

সম্মিলিত প্রচেষ্টায় বিচার বিভাগ আরও শক্তিশালী হবে: প্রধান বিচারপতি

জি কে শামীমের জামিন ঘিরে আবারও প্রতারণা, এক সপ্তাহ নিষিদ্ধ আইনজীবী 

যাত্রী কল্যাণ সমিতির মহাসচিবের বিরুদ্ধে মামলা

ধর্ষণ মামলায় মুশতাক-ফাওজিয়ার স্থায়ী জামিন

ওষুধের মূল্যবৃদ্ধি বন্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ হাইকোর্টের

টিপু-প্রীতি হত্যাকাণ্ড: আওয়ামী লীগ নেতা আশরাফসহ ৩৩ জনের বিচার শুরু

বিডিনিউজ সম্পাদক খালিদীর বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল দুদকের

পরীমনির আবেদনে পেছাল মাদক মামলার সাক্ষ্যগ্রহণ

এই বিভাগের সব খবর

শিরোনাম :