মিউজিয়াম থেকে ১০০ কেজির সোনার কয়েন চুরি

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৮ মার্চ ২০১৭, ১৯:১৫

জার্মানির বার্লিনের বোডে মিউজিয়াম থেকে ১০০ কেজি ওজনের ২৪ ক্যারেটের একটি সোনার কয়েন চুরি হয়ে গেছে। কয়েনটির আনুমানিক বাজার মূল্য ৪০ লাখ ডলার।

সোমবার সকালে মিউজিয়ামের একটি ঘরে বুলেটপ্রুফ কাচের বাক্স থেকে কয়েনটি চুরি হয়ে যায়। কড়া নিরাপত্তার ভিতরেও কীভাবে কয়েনটি চুরি গেল তা নিয়ে প্রশ্ন উঠেছে।

মিউজিয়ামের এক কর্মকর্তা জানান, কয়েনটি কারও একার পক্ষে চুরি করা সম্ভব নয়। কারণ, ওজনে কয়েনটি ভীষণ ভারি।

প্রাথমিকভাবে পুলিশের অনুমান, চোর ভোরবেলার দিকে জানালা ভেঙে মিউজিয়ামে প্রবেশ করেছিল। একটি মই পাওয়া গিয়েছে মিউজিয়াম চত্বরে। এই চুরির সঙ্গে মিউজিয়ামের কেউ জড়িত আছে কি না তাও খতিয়ে দেখছে পুলিশ।

মিউজিয়ামের ওয়েবসাইটে বলা আছে, কয়েনটি ২০০৭ সালে তৈরি হয়েছিল রয়্যাল কানাডিয়ান টাঁকশালে। এর এক দিকে রানি দ্বিতীয় এলিজাবেথের ছবি রয়েছে। অন্যদিকে, কানাডার জাতীয় প্রতীক ম্যাপল পাতার ছবি। কয়েনটিতে খাঁটি সোনার পরিমাণ সবচেয়ে বেশি থাকার জন্য গিনেজ বুক অব রেকর্ডসে স্থান করে নিয়েছে। কয়েনটির ব্যাসার্ধ ২৯ সেন্টিমিটার এবং ঘনত্ব ৩ সেন্টিমিটার। ঐতিহাসিক এই কয়েনটি এভাবে উধাও হয়ে যাওয়ায় চরম অস্বস্তিতে পড়েছেন মিউজিয়াম কর্তৃপক্ষ।

প্রশ্ন উঠেছে, কয়েন যে ঘরে রাখা ছিল সেখানে ইমারজেন্সি অ্যালার্মের ব্যবস্থা ছিল। চুরির সময় কেন সেই অ্যালার্ম বাজল না? কড়া নিরাপত্তা থাকা সত্ত্বেও কীভাবে সকলের চোখ এড়িয়ে এত বড় জিনিসটা নিয়ে গেল চোর? মিউজিয়াম কর্তৃপক্ষ এ ব্যাপারে মুখ না খুললেও, উত্তরের সন্ধানে নেমেছে পুলিশ।

সূত্র: আনন্দবাজার ও সিডনি মর্নিং হেরাল্ড

(ঢাকাটাইমস/২৮মার্চ/এসআই)

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আন্তর্জাতিক এর সর্বশেষ

পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপনের কারণে ফিলিস্তিন রাষ্ট্র গঠন কঠিন হয়ে গেছে: ক্যামেরন

কলম্বিয়ার সেনাবাহিনীর লাখ লাখ বুলেট, মিসাইল চুরি 

যৌন নিপীড়নের ৩ হাজার ভিডিও ফাঁস: কে এই প্রাজ্জ্বল রেভান্না?

কেনিয়ায় বৃষ্টি ও বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৬৯

ফিলিস্তিনপন্থি বিক্ষোভকারীদের গ্রেপ্তারে কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে নিউইয়র্ক সিটি পুলিশ

ফিলিস্তিন ইস্যুতে বিক্ষোভকারী শিক্ষার্থীদের বহিষ্কার করছে কলম্বিয়া বিশ্ববিদ্যালয়

যুদ্ধবিরতি চুক্তি না হলে ৭২ ঘণ্টার মধ্যে রাফাহতে আক্রমণ চালাবে ইসরায়েল

গাদ্দার বলেছিলেন মমতা, দেরিতে হলেও পাল্টা দিলেন মিঠুন

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নতিতে বড় সুবিধাভোগী উত্তর-পূর্ব ভারত: জয়শঙ্কর

ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে ইইউর দেশগুলো 

এই বিভাগের সব খবর

শিরোনাম :