ব্যবসায়ীদের কর কমানোর প্রস্তাব ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
| আপডেট : ২৭ এপ্রিল ২০১৭, ০৯:৫৯ | প্রকাশিত : ২৭ এপ্রিল ২০১৭, ০৯:৪৪

যুক্তরাষ্ট্রে ব্যবসায়ী ও করপোরেট কোম্পানির বিদেশের ‍মুনাফার উপর বড় ধরনের কর ছাড়ের প্রস্তাব করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। করপোরেট কর ৩৫ শতাংশ থেকে ১৫ শতাংশে নামিয়ে আনার প্রস্তাব করেছেন তিনি। পাশাপাশি ব্যক্তি পর্যায়ে আয়করে ছাড় এবং সম্পদের ওপর আরোপিত কর প্রত্যাহার এবং আয়কর বিবরণী সহজ করার কথা বলা হয়েছে তার প্রস্তাবে।

প্রস্তাবে করপোরেশন, ক্ষুদ্র ব্যবসা ও সব ধরনের যৌথ উদ্যোগের উপর ফেডারেল আয়কর কমিয়ে ১৫ শতাংশ করার কথা বলা হয়েছে। এতে বিদেশে আয়ের অধিকাংশই যুক্তরাষ্ট্রের কর থেকে রেহাই পাবে। বর্তমান আইনে যেখানেই ব্যবসা করে আয় করা হোক না কেন, দেশ বা দেশের বাইরে, সবের উপর কর দিতে হয়। ব্যক্তি পর্যায়ে বিদ্যমান সাত স্তরের কর হার কমিয়ে তিনটিতে নামিয়ে আনার কথা বলা হয়েছে। এখানে সর্বোচ্চ কর হার ৩৯ দশমিক ৬ শতাংশ থেকে কমিয়ে ৩৫ শতাংশ করার প্রস্তাব করা হয়েছে। বছরে দুই লাখ ডলারের বেশি আয়কারীদের মোট বিনিয়োগের ওপর যে আয়কর দিতে হয়, তারও অবসান হবে। এছাড়া নুন্যতম কর প্রত্যাহার এবং সম্পদের জন্য কর দেওয়ার অবসান ঘটবে।

অর্থনীতিবিদরা আশঙ্কা করছেন, এই কর ছাড়ের ফলে আগামী শতকে যুক্তরাষ্ট্রের বাজেট ঘাটতি কয়েক ট্রিলিয়ন ডলার বেড়ে যাবে।

যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্টিভেন মেনুচেন বুধবার হোয়াইট হাউজে প্রেসিডেন্টের কর নীতি তুলে ধরেন। শনিবার প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের একশতম দিন পূর্ণ হওয়ার আগে তার এই প্রস্তাবকে ঐতিহাসিক বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা। তারা দাবি করেন, ‘এটাই হবে যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বেশি কর ছাড়।’ মেনুচেন বলেন, এই পরিকল্পনায় অর্থনৈতিক প্রবৃদ্ধির পাশাপাশি কর রেয়াতের সংখ্যা কমে এবং সব ধরনের ফাঁকফোকর বন্ধ হয়ে ওই ছাড়ের ঘাটতি পুষিয়ে যাবে।

(ঢাকাটাইমস/২৭এপ্রিল/জেএস)

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আন্তর্জাতিক এর সর্বশেষ

পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপনের কারণে ফিলিস্তিন রাষ্ট্র গঠন কঠিন হয়ে গেছে: ক্যামেরন

কলম্বিয়ার সেনাবাহিনীর লাখ লাখ বুলেট, মিসাইল চুরি 

যৌন নিপীড়নের ৩ হাজার ভিডিও ফাঁস: কে এই প্রাজ্জ্বল রেভান্না?

কেনিয়ায় বৃষ্টি ও বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৬৯

ফিলিস্তিনপন্থি বিক্ষোভকারীদের গ্রেপ্তারে কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে নিউইয়র্ক সিটি পুলিশ

ফিলিস্তিন ইস্যুতে বিক্ষোভকারী শিক্ষার্থীদের বহিষ্কার করছে কলম্বিয়া বিশ্ববিদ্যালয়

যুদ্ধবিরতি চুক্তি না হলে ৭২ ঘণ্টার মধ্যে রাফাহতে আক্রমণ চালাবে ইসরায়েল

গাদ্দার বলেছিলেন মমতা, দেরিতে হলেও পাল্টা দিলেন মিঠুন

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নতিতে বড় সুবিধাভোগী উত্তর-পূর্ব ভারত: জয়শঙ্কর

ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে ইইউর দেশগুলো 

এই বিভাগের সব খবর

শিরোনাম :