বিদেশি কোটা বাড়তে পারে

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ১৯ জুলাই ২০১৭, ১৩:৩৮ | প্রকাশিত : ১৯ জুলাই ২০১৭, ১৩:৩৪
ফাইল ছবি

জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ৪ নভেম্বর থেকে শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পঞ্চম আসর। তার আগে সেপ্টেম্বরে অনুষ্ঠিত হবে প্লেয়ার ড্রাফট। সেই লক্ষ্যকে সামনে রেখে দল গোছাচ্ছে ফ্রাঞ্চাইজিগুলো।

তার মাঝে শোনা যাচ্ছে, বিদেশি খেলোয়াড় খেলানোর কোটায় হতে পারে পরিবর্তন। প্রথম দুই আসরে একাদশে পাঁচজন বিদেশি খেলোয়াড় রাখার সুযোগ ছিল। কিন্তু ২০১৫ ও ২০১৬ নিয়ম পরিবর্তন করে চারজন করা হয়। তবে পঞ্চম আসরে আবারও একাদশে ফিরতে পারে পাঁচ বিদেশি।

এক সাক্ষাৎকারে লিগ সেক্রেটারি ইসমাইল হায়দার মল্লিক বলেন, ‘একাদশে চারজন অথবা পাঁচজন বিদেশি খেলোয়াড় খেলানোর বিষয়ে ফ্র্যাঞ্চাইজিদের মতামত নেওয়া হবে। এরপর আমরা চূড়ান্ত সিদ্ধান্ত নেব।‘

বিপিএলের পঞ্চম আসরে শিরোপা লড়াইয়ে অংশ নিচ্ছে আটটি দল। নতুন নামে ফিরছে সিলেট ফ্র্যাঞ্চাইজি। সেক্ষেত্রে ‘সিলেট সুরমা সিক্সেস’ নামে দেখা যেতে পারে দলটিকে।

(ঢাকাটাইমস/১৯জুলাই/জেইউএম)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :