চলনবিলে জুয়া খেলায় আটক ১৯

নাটোর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২০ নভেম্বর ২০১৭, ১৮:০৪

চলনবিলের দুর্গম ডাহিয়া ইউনিয়নের তাড়াই গ্রামে পুলিশের বিশেষ অভিযানে তাস দিয়ে জুয়া খেলার সময় ১৯ জনকে আটক করেছে পুলিশ।

চলনবিলের দুর্গম পল্লী তাড়াই গ্রামের একটি মুরগির পরিত্যাক্ত খামার থেকে রবিবার রাত দেড়টার দিকে তাদের আটক করা হয়। পরে সোমবার বিকাল সাড়ে ৩টার দিকে আটকদের নাটোর জেলহাজতে পাঠানো হয়।

আটকরা হলেন- তাড়াই গ্রামের আব্দুল মোমিন, আসাদুল ইসলাম, জাবেদ আলী, আবেদ আলী, শামীম, কালাম, মজনু, আছের আলী, আজমল, ফিরোজ, উজ্জ্বল, জাহাঙ্গীর, সানোয়ার, রুহু কদমা গ্রামের সোবহান, একশিং গ্রামের শহিদুল, ইয়ানুর, মশিগাড়ী গ্রামের আব্দুস সাত্তার, আব্দুল খালেক ও বড়গ্রামের কামাল হোসেন। এছাড়াও বাড়ির মালিক মোস্তফা ওরফে মোস্ত ও তার ছেলে সোহেলকে এই মামলার আসামি করে পলাতক দেখানো হয়েছে।

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম জানান, রবিবার রাত দেড়টায় গোপন সংবাদে চলনবিলের দুর্গম পল্লী তাড়াই গ্রামের মোস্তফা ওরফে মোস্ত-এর মুরগির খামারে অভিযান চালায় পুলিশ। অভিযানে তাস দিয়ে জুয়া খেলা অবস্থায় ১৯ জনকে আটক করা হয়। এসময় আটকদের কাছ থেকে ১১ হাজার ১৮২ টাকা ও চার সেট তাস উদ্ধার করা হয়।

(ঢাকাটাইমস/২০নভেম্বর/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :