অংশগ্রহণমূলক নির্বাচন চায় সরকার: মেনন

ঠাকুরগাঁও প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৩ নভেম্বর ২০১৮, ২১:১৬

সমাজকল্যাণ মন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, ‘সব দলের অংশগ্রহণে সরকার একটি অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন করতে চায়। ইতোমধ্যে প্রধানমন্ত্রী সংলাপে আগ্রহ দেখিয়ে বিভিন্ন জনকে নির্বাচনে আসার আহবানও জানিয়েছেন।’

উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আবারো ১৪ দলের পক্ষে হাতুড়ি মার্কায় ভোট দেয়ার আহবান জানান তিনি।

শনিবার বিকালে ঠাকুরগাঁও-৩ রানীশংকৈল পীরগঞ্জ ওয়ার্কাস পার্টি আয়োজিত বিভিন্ন পেশাজীবীর সাথে ‘প্রাপ্তি ও প্রত্যাশা’ শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রানীশংকৈল ডিগ্রি কলেজ মাঠে ওয়ার্কার্স পার্টির জনসভায় সভাপত্বিত করেন ঠাকুরগাঁও-৩ আসনের এমপি ইয়াসিন আলী। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির কমরেড মাহমুদুল হাসান মানিক, পীরগঞ্জ ওয়ার্কার্স পার্টির সাধারণ সস্পাদক কমরেড ফইজুল ইসলাম, রানীশংকৈল ডিগ্রি কলেজের অধ্যক্ষ তাইজুল ইসলাম, কমরেড তৈমুর রহমান প্রমুখ।

(ঢাকাটাইমস/৩নভেম্বর/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :